Friday, November 30, 2018

টিম ইন্ডিয়ায় বিরাট ধাক্কা, ছিকটে গেলেন তারকা ক্রিকেটার

সিডনি: অস্ট্রেলিয়া সফরে মহাগুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ শুরুর আগেই বড়সড় ধাক্কা ভারতীয় শিবিরে৷ চোট পেয়ে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন তরুণ ওপেনার পৃথ্বী শ৷

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বাঁ-পায়ের গোড়ালিতে চোট পান পৃথ্বী৷ডিপ মিডউইকেট বাউন্ডারিতে ফিল্ডিং করার সময় অশ্বিনের বলে ম্যাক্স ব্রিয়ান্তের ক্যাচ ধরার চেষ্টায় চোট পেয়ে বসেন তরুণ ভারতীয় ওপেনার৷

ফিজিও প্যাট্রিক ফার্হার্ত সহ সাপোর্ট স্টাফদের কোলে মাঠ ছাড়া পৃথ্বীকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চোট পাওয়া গোড়ালিতে স্ক্যানের জন্য৷ স্ক্যান রিপোর্ট হাতে এলে দেখা যায় ক্ষতিগ্রস্থ হয়েছে তাঁর ল্যাটারাল লিগামেন্ট৷ ফলে ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে মাঠে নামা সম্ভব নয় পৃথ্বীর৷

আপাতত ডাক্তার ও ফিজিওর নজরদারিতে রিহ্যাব চলবে তরুণ ব্যাটসম্যানের৷ আশা করা হচ্ছে দ্বিতীয় টেস্টের আগে পৃথ্বী ম্যাচ ফিট হয়ে উঠবেন৷

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুরন্ত শতরানে টেস্ট কেরিয়ার শুরু করা পৃথ্বীকে নিয়ে ভারতীয় ক্রিকেটমহল অত্যন্ত আশাবাদী৷ অস্ট্রেলিয়া সফরে তাঁকে সামনে রেখেই গেম প্ল্যান ছকছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট৷ সিডনির প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে পৃথ্বী ১১টি বাউন্ডারির সাহায্যে ৬৯ বলে ৬৬ রানের আগ্রাসী ইনিংস খেলেন, যা ভারতীয় শিবিরকে টেস্ট সিরিজের আগে বাড়তি আত্মবিশ্বাস জোগায়৷

টেস্টে পৃথ্বীই ছিলেন ভারতের প্রথম পছন্দের ওপেনার৷ অফ ফর্মে থাকা লোকেশ রাহুল অথবা কাম ব্যাক করা মুরলি বিজয়ের মধ্য থেকে কোনও একজন পৃথ্বীর সঙ্গী হতেন অ্যাডিলেডে৷ পৃথ্বী ছিটকে যাওয়ায় পরিবর্তিত পরিস্থিতিতে বিজয়-লোকেশ দুই ওপেনারে ভরসা রাখা ছাড়া উপায় নেই টিম ইন্ডিয়ার৷ অবশ্য বিকল্প হিসাবে রোহিত শর্মাকেও ওপেনে ব্যবহার করতে পারে টিম ম্যানেজমেন্ট৷

The post টিম ইন্ডিয়ায় বিরাট ধাক্কা, ছিকটে গেলেন তারকা ক্রিকেটার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2AFjdPM

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez