Friday, November 30, 2018

সাউথ সিটি কলেজে উত্তেজনা

কলকাতা: পার্যাপ্ত উপস্থিতি নেই৷ কড়া কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন৷ বসা যাবে না বিশ্ববিদ্যালয়ের কোনও পরীক্ষায়৷ এই পরিস্থিতিতে পরীক্ষায় বসার দাবিতে ছাত্র বিক্ষাভ সাউথ সিটি কলেজে৷ বিক্ষোভ দেখাচ্ছে কলেজের বি কম প্রথম বর্ষের প্রায় পাঁচশ জন পড়ুয়া৷

বিক্ষোভের জেরে উত্তেজনা রয়েছে কলেজ চত্বরে৷ মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী৷ এদিনের জন্য কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন সাউথ সিটি কর্তৃপক্ষ৷ ছাত্রদের দাবি একাধিকবার কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেছেন তারা৷ কিন্তু তাতেও মেলেনি রফাসূত্র৷

আন্দোলনকারীদের দাবি, ‘বি কম প্রথম বর্ষের ৭০০ জনের মধ্যে প্রায় ৪৩০ জনেরই পর্যাপ্ত উপস্থিতি নেই৷ ফলে সেমিস্টারে বসা যাবে না বলে বলছে কলেজ৷ এতে ক্ষতি হবে পড়াশুনোর৷’

আরও পড়ূুন: নিকয়াঙ্কার বিয়েতে বিশেষ অতিথি প্রধানমন্ত্রী

আপাতত আন্দোলনকারী ছাত্রদের বিক্ষোভ জারি রয়েছে৷ সমস্যার সমাধান না হলে আন্দোলনে অনড় পড়ুয়ারা৷ চলতি সপ্তাহেই কলেজে উপস্থিতির হার নিয়ে দক্ষিণ কলকাতার বেহালা কলেজে ছাত্র সংঘর্ষের ঘটনা ঘটে৷ একাংশের পড়ুয়াদের দাবি ৭৫% উপস্থিতি না থাকায় প্রথম বর্ষের ছাত্রদের থেকে ১৫০০ থেকে ৩000 পর্যন্ত টাকার দাবি করছে কলেজের ছাত্র সংসদ৷ ফলে প্রথমে উত্তেজনা ও পরে সংঘর্ষ হয় কলেজের দুই গোষ্ঠীর পড়ুয়াদের মধ্যে৷

মারামারি না হলেও উপস্থিতির হার সংক্রান্ত সমস্যার জেরে উত্তর কলকাতার সেন্ট পলস কলেজের পড়ুয়ারাও এর আগে কলেজ স্ট্রিটে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে অবস্থান বিক্ষোভ করেন৷ শিক্ষামন্ত্রীর কড়া নির্দেশ পর্যাপ্ত উপস্থিতি না থাকলে কোনওভাবেই পরীক্ষায় বসা যাবে না৷ এই পরিস্থিতিতে নজরে উপস্থিতির হার কম থাকা সত্ত্বেও পরীক্ষায় বসতে চেয়ে সাউথ সিটি কলেজের ছাত্র আন্দোলন৷

The post সাউথ সিটি কলেজে উত্তেজনা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2TY3eoX

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez