Friday, November 30, 2018

শহিদ ভগৎ সিংকে ‘জঙ্গি’ বলে বিতর্কের মুখে অধ্যাপক তাজউদ্দিন

শ্রীনগর: জম্মু বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক শহিদ ভগৎ সিংকে জঙ্গি বলায় বিতর্কের ঝড় ওঠে দেশে৷ জম্মু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ইতিমধ্যেই বিক্ষোভে নেমেছে৷ অন্যদিকে রাজনৈতিক স্তরেও তাঁর বক্তব্যকে কেন্দ্র করে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে৷

এদিকে অভিযুক্ত অধ্যাপক জানিয়েছেন, সেই সময়ের প্রেক্ষাপটে শহিদ ভগৎ সিংয়ের জীবনী এবং তৎকালীন শাসকদের চোখে ভগৎ সিং কেমন ছিলেন তাই বলতে চেয়েছেন৷ তবে কমিটির রিপোর্ট না আসা পর্যন্ত অধ্যাপক তাজউদ্দিনের পড়ানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷

অধ্যাপকের বক্তৃতার একটি ভিডিও প্রকাশ্যে আসতেই বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে৷ এবং নিমেষে তা ভাইরাল হয়ে যায়৷ এই ভিডিওতে উনি শহিদ-এ-আজম ভগৎ সিংকে জঙ্গি বলেন৷

যদিও তাঁর বক্তৃতার শুধুমাত্র একটি অংশই এই ভিডিওতে উঠে এসেছে৷ আর সেই অংশটুকু নিয়েই বিতর্কের ঝড় উঠেছে দেশে৷ বেশ কিছু পড়ুয়া জম্মু বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রো মনোজ ধরের কাছে অভিযোগও জানায়৷ তাদের অভিযোগ, অধ্যাপকের এই বক্তব্য পড়ুয়াদের ভাবাবেগে আঘাত করেছে৷

The post শহিদ ভগৎ সিংকে ‘জঙ্গি’ বলে বিতর্কের মুখে অধ্যাপক তাজউদ্দিন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2ACpyvx

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez