মুম্বই: নিকয়াঙ্কার বিয়ের দিন থেকে শুরু করে সব তথ্যই ফাঁস হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ এমনকি তাদের অতিথি তালিকার বেশ কিছু নামও প্রকাশ্যে এসেছে৷ তার মধ্যে অন্যতম নাম ছিল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর৷ এই নাম প্রকাশ্যে আসতেই তিনি এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কিনা সেই নিয়ে জল্পনাও শুরু হয়েছিল৷ সূত্রের খবর সব কিছু ঠিক থাকলে প্রধানমন্ত্রী ৪ ডিসেম্বর নিকয়াঙ্কার রিসেপশনে আসবেন৷
এই অনুষ্ঠানে একাধির রাজনৈতিক ব্যক্তিত্বর উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে৷ তার মধ্যে অন্যতম নাম হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সূত্রের খবর কয়েক দিন আগে পিসি প্রধানমন্ত্রীর অফিসে তার সঙ্গে দেখা করতে যান তবে ব্যস্ততার কারণে তাদের দেখা করা সম্ভব হয়নি৷ তবে দেখা না হলেও প্রধানমন্ত্রী তাদের নিমন্ত্রন পেয়েছেন৷ এবং তিনি ঘনিষ্ঠ মহলে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার ইচ্ছেও প্রকাশ করেছেন বলে জানা গিয়েছে৷
নিকয়াঙ্কার বিয়েতে বলিউড, টলিউড সহ বিশ্ব বিখ্যাত গায়ক গায়িকারাও উপস্থিত থাকবেন৷ হাতে আর মাত্র কয়েকদিন৷ তারপরই বিবাহ জীবনে আবদ্ধ হবেন প্রিয়াঙ্কা এবং নিক৷ ২ ডিসেম্বরে বিয়ে করতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস৷ তোড়জোড় চলছে বিয়ের প্রস্তুতির৷ ওয়েডিং গাউন থেকে শুরু করে জুয়েলারি, অথিতিদের তালিকা, বিয়ের ভেনু সমস্ত রেডি৷ বিয়ের রীতিনীতির কাজেই এখন বেজায় ব্যস্ত গ্লোবাল গার্ল৷ বিয়ের একের পর এক আপডেটে ভরে উঠছে সোশ্যাল মিডিয়া৷
প্রসঙ্গত বিয়ের পর যে বাড়িতে তাঁরা থাকবেন, সেই বাড়ির ছবি প্রকাশ্যে এসেছে৷ বেভারলি হিলসই হতে চলেছে প্রিয়াঙ্কা নিকের নতুন ঠিকানা৷ সেই বাড়ির প্রতিটি কোনার ছবি রিভিল হয়ে গিয়েছে৷ তবে সকলের মাথায় হাত পড়েছে বাড়ির দাম শুনে৷ বাড়িটির দাম ৬.৫ মিলিয়ন ডলার৷ ভারতীয় মুদ্রায় যার দাম দাঁড়ায় ৪৮ কোটি টাকা৷
আগামী ২ ডিসেম্বর যোধপুরের উমেদ ভবনে বিয়ে করতে চলেছে এই জুটি ৷ রণভীর দীপিকার মতো দুই মতে বিয়ে করবেন নিক-প্রিয়াঙ্কা৷ ২ ডিসেম্বর হিন্দু মতে বিয়ে হবে তাদের৷ ৩ ডিসেম্বর ক্রিশ্চিয়ান মতে আবার বিয়ে করবে এই জুটি৷ জানা গিয়েছে, দুটি ধর্মকেই সম্মান জানাতে দুই মতে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন নিক প্রিয়াঙ্কা৷ হল্দির অনুষ্ঠান আয়োজিত হবে ১ ডিসেম্বর৷ পাশাপাশি দিল্লি ও মুম্বই মিলিয়ে দুটি রিসেপশনের আয়োজন করবে এই হবু জুটি৷ দিল্লির রিসেপশনের জন্য ইতিমধ্যেই এই হবু দম্পতি পাঁচতারা হোটেল বুক করে ফেলেছেন৷
The post নিকয়াঙ্কার বিয়েতে বিশেষ অতিথি প্রধানমন্ত্রী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2ADWN1h
No comments:
Post a Comment