পেশোয়ার: যে শহরের সঙ্গে কাপুর পরিবারেরে শিকড় জড়িয়ে সেখানেই দীর্ঘদিন ধরে অবহেলিত হয়েছিল তাঁদের পৈত্রিক বাড়ি৷ দ্বিপাক্ষিক সম্পর্ক নরম করার জন্য ভারতকে বার বার সদর্থক বার্তা দেওয়ার পথে হেঁটে এবার পাক সরকার উদ্যোগ নিল প্রয়াত পৃথ্বীরাজ কাপুর, রাজ কাপুরের বাড়িটি মিউজিয়ম করার৷ দীর্ঘদিন ধরেই এই দাবিল ছিল পেশোয়ারবাসী তথা পাকিস্তানিদের৷ কারণ, তাঁদের কাছে বলিউডের কাপুর পরিবার অতি সম্মানিত৷
পাক বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ কুরেশি চলতি সপ্তাহে ভারতীয় সাংবাদিকদের পাকিস্তান সরকারের এই সিদ্ধান্তের কথা জানান৷ জানা যাচ্ছে অভিনেতা ঋষি কাপুর এই বাড়িটিকে মিউজিয়ম বা কোনও ইন্সটিটিউশন করার আবেদন জানান পাকিস্তান সরকারের কাছে৷
পড়ুন: জনপ্রিয় অভিনেতার প্রয়াণে শোকের ছায়া বাংলায়
কাপুরদের পেশাওয়ারের এই হাভেলি পৃথ্বীরাজ কাপুরের পিতা বাশেশ্বরনাথ কাপুর তৈরি করেছিলেন৷ পৃথ্বী রাজ কাপুরের পুত্র রাজকাপুর এই বাড়িতেই জন্মেছিলেন৷ ১৯৪৭ সালে দেশ ভাগের পর তাঁরা এই হাভেলি ছেড়ে চলে আসেন৷ পেশোয়ারের বিখ্যাত কিসসা কাহানি বাজারের বাড়ি তারপর থেকে খাঁ খাঁ করেছে দশকের পর দশক
পাকিস্তান সরকারের পক্ষ থেকে জানান হয়,”ভারতের অভিনেতা ঋষি কাপুর ফোন করে আমাদের কাছে আবেদন জানান যাতে তাদের এই বাড়িতে মিউজিয়ম বা অন্য কোনও ইন্সটিটিউশন তৈরি হয়৷ তার এই আবেদন আমাদের সরকার রাখবেন৷”
পড়ুন: নিকয়াঙ্কার বিয়েতে বিশেষ অতিথি প্রধানমন্ত্রী
জানা যাচ্ছে কাপুরদের পেশোয়ারের এই হাভেলিতে ৬০টি ঘর এখনও আছে৷ পাঁচ তলার এই বাড়িটির একদম উপর তলার ঘরগুলি একটু ক্ষতিগ্রস্ত হলেও নিচের অংশের ঘর এখনও ভাল অবস্থায় আছে৷ এই হাভেলির কাছেই রয়েছে বলিউডের অপর কিংবদন্তি অভিনেতা দিলীপকুমারের বাড়ি৷
পাক প্রশাসন দিলীপ কুমারের এই বাড়িটিকেও অধিগ্রহণ করার চেষ্টা করেছিল৷ তবে আইনি জটিলতার কারণে এই অধিগ্রহণ এখনও সম্ভব হয়নি৷ দিলীপ কুমারের এই পৈতৃক বাড়িটি কে রাষ্ট্রীয় হেরিটেজ সাইট তৈরি করার পরিকল্পনা ছিল পাক প্রশাসনের৷
The post পাক উদ্যোগে রাজ কাপুরের বাড়ি হচ্ছে মিউজিয়ম appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2TY34On
No comments:
Post a Comment