Monday, October 29, 2018

দোকানের সামগ্রী নষ্ট নিয়ে দুই প্রতিবেশী’র বচসা ঘিরে ধুন্ধুমার

স্টাফ রিপোর্টার, মালদহ: প্রতিবেশী দোকানীর তৈরি খাবারে বালি ফেলাকে কেন্দ্র করে বচসা৷ তার জেরেই মারধর৷ অভিযোগকারীকে খুনের চেষ্টার অভিযোগ প্রতিবেশী মুদির দোকানের মালিকের বিরুদ্ধে৷ ঘটনা মালদহ থানার রসিলাদহ গ্রামে৷ আহত দু’জন ভরতি মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে৷ ঘটনার পর থেকে পলাতর অভিযুক্তরা৷

আরও পড়ুন: ফ্লেক্স টাঙানো নিয়ে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাজল সাহার মুদির দোকান থেকে কেন জিনিস কেনেন না প্রতিবেশী নিখিল কর্মকারের পরিবার৷ এই নিয়ে বিবাদ ছিল দুই পরিবারের৷ মাঝে জিনিষের দাম নিয়ে ঝামেলাও হয়েছিল৷ তারপর থেকেই তিক্ততা আরও বাড়ে৷

রবিবার সন্ধ্যায় বাড়ির সামনেই পিটে বিক্রি করছিলেন নিখিল কর্মকারের স্ত্রী বিমলা কর্মকার৷ অভিযোগ সেই পিঠেতেই বালি ছিঁটিয়ে দেন মুদির দোকানের মালিক কাজল সাহার ছেলে৷ ফলে বিক্রির সব পিঠে নষ্ট হয়ে যায়৷ ক্ষতি হয় ব্যবসার৷

ঘটনার প্রতিবাদ করতে বিমলা কাজলের বাড়িতে গেলে তাদের মধ্যেশুরু হয় বচসা৷ বাঁশ, লাঠি নিয়ে বিমলাকে মারধর করা হয় বলে অভিযোগ৷ স্ত্রীকে বাঁচাতে গিয়ে মারধরের শিকার হন বিমলার স্বামী নিখিল কর্মকার ও ছেলে সিতেশ কর্মকারও৷

আরও পড়ুন: বিপুল পাক নোট সহ আটক দুই অনুপ্রবেশকারী

চিৎকার শুনে কাজল সাহার বাড়িতে আসেন প্রতিবেশীরা৷ জখম নিখিল ও সিতেশ কর্মকারকে উদ্ধার করে ভরতি করা হয় মালদহ মেডিক্যাল কলেজে৷ অভিযুক্ত কাজল সাহা, নয়ন সাহা ও ছবি সাহার বিরুদ্ধে মালদহ থানায় অভিযোগ জানান বিমলা কর্মকার৷ ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত তিনজন৷ তাদের খোঁজ শুরু করেছে পুলিশ৷

The post দোকানের সামগ্রী নষ্ট নিয়ে দুই প্রতিবেশী’র বচসা ঘিরে ধুন্ধুমার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2CLzMMS

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez