টোকিও: বিশ্বের সব কোনায় কোনায় ভারতের গুরুত্ব ছড়িয়ে দিত হবে। দেখিয়ে দিতে ভারতীয়দের ক্ষমতা। টোকিও-তে দাঁড়িয়ে জাপানের প্রবাসীদের এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এই মুহূর্তে জাপান সফরে রয়েছেন প্রধানমন্ত্রী। ওই দেশের রাজধানী শহরে প্রাবসী ভারতীয়দের একটি অনুষ্ঠানে হাজির ছিলেন নরেন্দ্র মোদী। সেখানেই দেশের গৌরবের কথা তুলে ধরেন তিনি।
একই সঙ্গে ভারতের গৌরবের কথা সমগ্র বিশ্বের কাছে প্রচার করার কথা বলেছেন মোদী। তাঁর কথায়, “দিওয়ালিতে যেমন প্রদীপ জ্বালান হয়। সবদিক আলোকিত হয়ে ওঠে। তেমনই জাপান সহ বিশ্বের সব প্রান্তে ভারতের আলো ছড়িয়ে দিন।” একই সঙ্গে তিনি আরও বলেছেন, “দেশের গোউরব প্রচারের কাজের জন্য আপনাদের প্রতি আমার শুবকামনা রয়েছে।”
ওই অনুষ্ঠানে ভারতের অগ্রগতি সম্পর্কে একগুচ্ছ তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। এই অগ্রগতির অংগ হিসেবে প্রযুক্তিগত উন্নতির কথা বলেছেন তিনি। তুলে ধরেছেন ডিজিটাল ইন্ডিয়া এবং ইসরোর সাফল্য। একইসঙ্গে ইলেকট্রনিক্স এবং অটোমোবাইল ক্ষেত্রে ভারতের অগ্রগতির ব্যাখ্যা করেছেন মোদী।
চলতি সপ্তাহের বুধবাআর উদ্বোধন হবে সর্দা বল্লভ ভাই প্যাটেলের মূর্তি। গুজরাতের ওই মূর্তিটিই বিশ্বের সব থেকে বড় মূর্তি। এই বিষয়টির উল্লেখ করে মোদী বলেছেন, “সর্দার সাহেবের প্রতিভার মতোই উঁচু তাঁর মূর্তি নির্মাণ করা হয়েছে।”
The post বিশ্বের সর্বত্র ভারতের আলো ছড়িয়ে দিন, প্রবাসীদের বার্তা প্রধানমন্ত্রীর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2OUHqfd
No comments:
Post a Comment