ঢাকা: নির্বাচনে অংশ নেওয়া আর হচ্ছে না৷ এটা নিশ্চিত হয়েই গেল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর কাছে৷ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আগে থেকেই পাঁচ বছরের জন্য কারাবন্দি বিএনপি নেত্রী৷
এবারে সেই মামলায় তাঁকে আরও সাত বছরের কারাদণ্ড দেওয়া হল৷ সেই সঙ্গে তাঁর দল বিএনপি এবার কি নির্বাচন বয়কটের পথেই হাঁটবে উঠে গেল প্রশ্ন৷ কারণ দলনেত্রীর মুক্তি না হলে নির্বাচনে যাবে না বলেই জানিয়েছে বিএনপি৷
সোমবার পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আখতারুজ্জামান এই রায় ঘোষণা করেন।তবে অসুস্থ বিএনপি নেত্রী রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন না। রায়ে খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খানকেও একই সাজা দেওয়া হয়েছে। একই সঙ্গে খালেদা জিয়াসহ প্রত্যেককে ১০ লাখ টাকা কর জরিমানা করা হয়েছে।
২০১১ সালে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা বেআইনি লেনদেনের অভিযোগে খালেদা জিয়া সহ চারজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করে দুদক৷ সেই মামলায় জেল হয়েছে বেগম জিয়ার৷
The post জেলেই থাকবেন খালেদা, নির্বাচন অনিশ্চিত বিএনপির appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2OXCVjO
No comments:
Post a Comment