লন্ডন: হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারালেন ব্রিটিশ প্রিমিয়র লিগের ক্লাব লেস্টার সিটির মালিক ভিচাই শ্রীভদ্ধনাপ্রভা৷ শনিবার ক্লাবের ম্যাচ দেখে বেড়োনোর সময় ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনার মুখে পড়েন ভিসাই৷ প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল হেলিকপ্টার আগুনে ভস্মীভূত হওয়ার সময় ফক্সদের মালিক হেলিকপ্টারে ছিলেন না৷ পরে অবশ্য ক্লাবের তরফ থেকে তাঁর মৃত্যুর খবর জানানো হয়েছে৷
আরও পড়ুন-আগুনে ভস্মীভূত লেস্টার সিটি মালিকের হেলিকপ্টার
শনিবার লেস্টার সিটির কিং পাওয়ার স্টেডিয়াম ছেড়ে বেরনোর পথে কার পার্কিংয়েই ভয়াবহ আগুনের মুখে পড়ে ভিচাই৷ ভস্মীভূত হয়ে যায় লেস্টার সিটি মালিকের হেলিকপ্টার।
ঘরের মাঠে এদিন ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে ম্যাচ ছিল লেস্টার সিটির। সেই ম্যাচ মাঠে বসে দেখছিলেন লেস্টার মালিক৷ ম্যাচ দেখে বেড়োনার সময় পার্কিংয়ে ভয়াবহ ক্র্যাশ করার মুহূর্তে তিনি হেলিকপ্টারে ছিলেন কিনা, তা নিয়ে অবশ্য ধোঁয়াশা ছিল।
প্রত্যক্ষদর্শীদের অনেকেই জানিয়েছিলন, কার পার্কিং থেকে টেক অফ করার কিছুক্ষণের মধ্যেই চোখের সামনে হেলিকপ্টারটিকে ভস্মীভূত হতে দেখেন তারা। আগুনের লেলিহান শিখায় মুহূর্তের মধ্যে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে কিং পাওয়ার স্টেডিয়াম সংলগ্ন অঞ্চলে। এর পরে ক্লাবের পক্ষ থেকে বিবৃতিতে ক্লাব মালিকের হতাহতের খবর প্রকাশ করা হয়৷
Theres a major incident by the King Power Stadium. Emergency services attending. pic.twitter.com/GtAbo6AHpD
— Mr Geoff Peters (@mrgeoffpeters) October 27, 2018
জানা গিয়েছে হেলিকপ্টারে থাকা পাঁচজনই প্রয়াত হয়েছে৷ ক্লাব কর্তার প্রয়াণে লেস্টার ক্লাব ও সমর্থকদের মধ্যে শোকের ছায়া৷ প্রয়াতদের সম্মান জানাতে কিং পাওয়ার স্টেডিয়ামের বাইরে পুষ্পস্তবক দিয়ে অন্তিম শ্রদ্ধা জানান সমর্থকরা৷
An eerie afternoon at the King Power Stadium for understandably, tragic reasons #lcfc
Tributes left by fans of various clubs including Wolves, Liverpool and Sheffield United ???????? pic.twitter.com/sO5fVvAsQQ
— Mr Geoff Peters (@mrgeoffpeters) October 28, 2018
The post হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেলেন ফক্সদের মালিক appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2CKEhaq
No comments:
Post a Comment