Friday, September 28, 2018

খুলে গেল মন্দিরের দরজা! যুগান্তকারী রায় সুপ্রিম কোর্টের

তিরুঅনন্তপুরম: কেরলের শবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশাধিকার নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট। সমস্ত মহিলার জন্য খুলে গেল মন্দিরের দরজা। বয়স নির্বিশেষে প্রত্যেক মহিলা মন্দিরে প্রবেশ করতে পারবেন বলে জানিয়ে দিল শীর্ষ আদালত।

শুক্রবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি ছিল। এতদিন পর্যন্ত কেরলের এই হিন্দু মন্দিরে ১০ থেকে ৫০ বছর বয়সী মহিলাদের প্রবেশ নিষিদ্ধ ছিল।

কেরলের শবরীমালা মন্দিরে ঋতুমতী মহিলাদের প্রবেশ নিষিদ্ধ ছিল। এই সংক্রান্ত মামলা চলছিল দীর্ঘদিন ধরেই। মন্দিরের বিগ্রহ ব্রহ্মচারীর প্রতীক, এই দাবিতে ঋতুমতী মহিলাদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করে মন্দির কর্তৃপক্ষ। সায় ছিল রাজ্য সরকারেরও।

মন্দিরের ভেতরে ১২ থেকে ৫০ বছরের নারীদের প্রবেশাধিকার দেওয়া হয় না। কারণ এসময় তাদের ঋতুচক্র চলার সম্ভাবনা থাকে। তবে এর থেকে বেশি বয়সী নারীদের ঢুকতে দেওয়া হয়। কারণ হিসেবে কথিত আছে, দেবতা আয়াপ্পন ব্রহ্মচারী, বিবাহিত নন। তাই ওই মন্দিরে ঋতুস্রাবকালীন সময়ে কোনও নারীর প্রবেশ নিষেধ। তবে প্রবেশাধিকার দিতে কোনও নারীর ঋতুস্রাব চলছে কি না তা শনাক্তের জন্য অত্যাধুনিক যন্ত্রের দ্বারা ‘পবিত্রতা’ যাচাই করার পরিকল্পনা গ্রহণের প্রস্তাব করা হয়। নারীদের প্রতি মন্দির প্রধানের এমন অপমানজনক বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় ওঠে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে।

শবরীমালা মন্দিরের বিশেষ নিয়ন্ত্রণে অনুমতি দেওয়া সম্ভব নয় বলে জানান বিচারপতি দীপক মিশ্র। শারীরিক কারণ দেখিয়ে প্রবেশ নিষিদ্ধ করা সম্ভব নয় বলেও এদিন উল্লেখ করেন তিনি। এদিন পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চ এই রায় দেয়। চার বিচারপতিই একমত হয়ে এই রায় দেন। শুধুমাত্র ভিন্নমত প্রদর্শন করেন বিচারপতি ইন্দু মালহোত্র।

The post খুলে গেল মন্দিরের দরজা! যুগান্তকারী রায় সুপ্রিম কোর্টের appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2In1eB9

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez