Friday, September 28, 2018

ফর্মে ফিরতে ধোনিকে পরামর্শ গাভাসকরের

দুবাই: তাঁর ধুরন্ধর ক্রিকেট মস্তিষ্কে গোটা ক্রীড়াবিশ্ব সম্মোহিত৷ উইকেটকিপারের গ্লাভস হাতে তাঁর ক্ষিপ্রতা ভবিষ্যৎ প্রজন্মের কাছে উদাহরণ হয়ে থাকবে৷ একসময়ে বিশ্বের সেরা ফিনিশারের তকমা পাওয়া মহেন্দ্র সিং ধোনির সাম্প্রতিক ব্যাটিং ফর্ম আহামরি কিছু নয়৷ অথচ আগামী বছর বিশ্বকাপ অভিযানে ভারতের গুরুত্বপূর্ণ সেনানি হতে চলেছেন মাহি৷

ক্যাপ্টেন্সি ছাড়লেও সীমিত ওভারের ক্রিকেটে বিরাট-রোহিতদের গাইড হিসাবে অভিজ্ঞ ধোনি এখনও টিম ইন্ডিয়ার অপরিহার্য সম্পদ৷ এই অবস্থায় ব্যাট হাতে রং চটা ক্যাপ্টেন কুলকে পুরনো ছন্দ ফিরে পেতে ঘরোয়া ক্রিকেট খেলার পরামর্শ দিলেন সুনীল গাভাসকর৷ শুধু টি-২০ ও ৫০ ওভারেই নয়, বরং সানি চান ধোনি মাঠে নামুন ডোমেস্টিক ফার্স্ট ক্লাস ক্রিকেটেও৷

বিস্তারিত আসছে…

The post ফর্মে ফিরতে ধোনিকে পরামর্শ গাভাসকরের appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2xQIeXZ

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez