Saturday, September 29, 2018

বিদেশিদের ‘ব্র্যান্ড দুর্গা’ চেনাবে মমতার সরকার

সৌপ্তিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা: বিদেশীদের পুজো ঘুরিয়ে দেখাবে রাজ্য সরকার। প্রত্যেক বছর পুজোর সময়ে বহু বিদেশি আসেন দুর্গাপুজোর স্বাক্ষী থাকার জন্য। কিন্তু তারা বেশিরভাগের কাছেই অজানা থাকে কলকাতার সেরা পুজোগুলো। অজানা থেকে যায় বনেদী বাড়ির পুজোও। বিদেশীদের জন্য এই সমস্যার হাল খুঁজেছে রাজ্য সরকার।

২০১৮ ‘বিশ্ব বাংলা শারদ সম্মানের’ ঢাকে কাঠি পড়ে গিয়েছে। সেই ঘোষণার উঠে এসেছে বিদেশীদের পুজো উপভোগের বিষয়। ডকুমেন্টরি থেকে শর্ট ফিল্ম বা ফটোগ্রাফির উদ্দেশ্য নিয়ে কলকাতায় প্রত্যেক বছর দুর্গাপুজোয় হাজির হন প্রচুর বিদেশী।

আরও পড়ুন: বন্ধন ব্যাংকের উপর জারি হল নিষেধাজ্ঞা

এতদিন তাঁদের কিভাবে দুর্গাপুজোকে আরও ভালোভাবে দেখানো যায় সেই পরিকল্পনা ছিল না রাজ্যের। কিন্তু মুখ্যমন্ত্রী এই দুর্গাপুজোকে বিশ্বের দরবারে আরও বেশী করে পৌঁছে দিতে চাইছেন। রাজ্যের পর্যটনের অন্যতম অঙ্গ দুর্গা পুজো। সেটাকেই একদম ব্র্যান্ড রূপে বিদেশের সামনে তুলে ধরতে চাইছে সরকার।

বিদেশের বিভিন্ন কার্নিভ্যাল হয় যেগুলো আমাদের পরিচিত। পশ্চিমবঙ্গের হাতে রয়েছে পাঁচ দিনের দুর্গা পূজা। সেটাকে আরও একটু সাজিয়ে গুছিয়ে বিদেশের কাছে পরিবেশন করা। গত বছর যেমন টেমস ফেস্টিভ্যালের সঙ্গে মিলেছে বাংলা। এবার অনলাইন বিদেশি দুর্গা দর্শনের পাশাপাশি বিদেশীদের টেনে আনার পরিকল্পনা রাজ্য সরকারের।

আরও পড়ুন: ফ্রিজের কমপ্রেশর ফেটে মৃত চার

কি সেই পরিকল্পনা? তথ্য সংস্কৃতি দফতরের পক্ষে গায়ক ইন্দ্রনীল সেন বলেন, “এই উদ্যোগ তথ্য সংস্কৃতি ও পর্যটন দফতর একযোগে নেওয়া হয়েছে। কিভাবে বিদেশীরা আরও বেশী পুজো উপভোগ করতে পারে সেঈ ব্যবস্থা করা হয়েছে। সেরা মণ্ডপ বেছে নেওয়া হয়েছে। বেছে নেওয়া হয়েছে বনেদী বাড়ির পুজো। সেটাই আমরা ঘুরিয়ে দেখাব।”

সংস্কৃতি কিভাবে পরিবেশন করা হবে বিদেশিদের কাছে? ইন্দ্রনীল বলেন, “যে বাড়িতে বা যে মণ্ডপে বিদেশীরা যাবে সেই সময় অনুযায়ী পুরো আবহটা আগে থেকেই তৈরি থাকছে।ধরা যাক সপ্তমীর সন্ধ্যায় মণ্ডপে পৌঁছল। সন্ধ্যা আরতি দেখার সময় অনুযায়ী সেখানে নিয়ে যাওয়া হবে। তেমনই অষ্টমীর পুষ্পাঞ্জলি অথবা নবমীর বিশেষ ভোগ খাওয়ানোর ব্যবস্থা থাকবে সঙ্গে থাকবে। ধুনুচি নাচ ঢাকের তালে নাচের ব্যবস্থা।”

আরও পড়ুন: জাতীয় স্ট্রংম্যান চ্যাম্পিয়নশিপে হলদিয়ার পিগলু

এবার ৭৫ পুজো নিয়ে আরও বড় হচ্ছে রেড কার্নিভ্যাল। এমনটাই জানাচ্ছে রাজ্য সরকার। বিগত বছরের তুলনায় বিদেশ থেকে ১০ শতাংশ বেশী মানুষ হাজির থাকবেন রেড রোডের কার্নিভ্যাল দেখতে। সেই মতোই বিদেশিদের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আলাদা আসন করে তাঁদের দেখানো হবে রেড রোড কার্নিভ্যাল। বিগত তিন বছর ধরেই রেড রোডের দুর্গা পূজার শোভাযাত্রা অন্যমাত্রা পেয়েছে। ২০১৮তে সেটা আরও বড় আকারে করতে চাইছে সরকার।

আরও পড়ুন: তনুশ্রী-নানা পাটেকর বিতর্কে এ কী বললেন সলমন!

গত বছরের মতোই কলকাতার পুজোগুলিকে ১১টি বিভাগেই পুরষ্কার দেবে রাজ্য। বাকি ২২ জেলার পুজোগুলিকে পুরস্কৃত করা হবে সেরা পুজো, প্রতিমা ও মণ্ডপের ভিত্তিতে। জেলার পুজো ঘুরে দেখবেন ডি.এম। তাঁর তথ্যের ভিত্তিতে নির্বাচিত হবে সেরা পুজোগুলি।

চারদিন ধরে বিচারকরা পুজো ঘুরে দেখবেন। ২৮ তারিখ বিকেল পাঁচটা থেকেই প্রতিযোগিতায় অংশ নেওয়ার ফর্ম বিলি করা হচ্ছে। ফর্ম মিলবে ৫ অক্টোবর পর্যন্ত। দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দেওয়া হবে ফর্ম। কলকাতার পুজো আবেদনপত্র পাবে নন্দনের দ্বিতীয় তলে বিশ্ব বাংলা শারদ সম্মানের কার্যালয় থেকে। অনলাইনেও আবেদন করা যেতে পারে। জেলার ক্ষেত্রে এই আবেদনপত্র মিলবে জেলা অথবা মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিকের দফতর থেকে।

আরও পড়ুন: ‘মমতার’ রাজ্যে দুর্গা হবেন অন্নপূর্ণা

The post বিদেশিদের ‘ব্র্যান্ড দুর্গা’ চেনাবে মমতার সরকার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2R9vy6f

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez