মুম্বই: ব্যাংকিং লাইসেন্সের শর্ত ঠিকমতো না মানায় আপাতত এই ব্যাংকের নতুন শাখা খোলায় নিষেধাজ্ঞা জারি করল রিজার্ভ ব্যাংক৷ পাশাপাশি এই ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর তথা মুখ্য কার্যনির্বাহী আধিকারিক চন্দ্রশেখর ঘোষের বেতন বৃদ্ধির উপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশের শীর্ষ ব্যাংক৷
আরও পড়ুন: রেফ্রিজারেটরের কমপ্রেশর ফেটে মৃত চার
২০১৫ সালের এপ্রিল মাসে রিজার্ভ ব্যাংকের কাছ থেকে পরিপূর্ণ ব্যাংক ব্যবসা করার জন্য লাইসেন্স পায় এই মাইক্রোফিনান্স সংস্থা বন্ধন ফিনান্সিয়াল সার্ভিসেস। সেক্ষেত্রে লাইসেন্সের প্রধান শর্ত ছিল দুটি-১) ব্যাংক ব্যবসা শুরু করার তিন বছরের মধ্যে বাজারে শেয়ার বিক্রি করে শেয়ার বাজারে নাম নথিভূক্ত করতে হবে এবং ২) নন-অপারেটিভ ফিনান্সিয়াল হোল্ডিং কোম্পানির বা কোনও ব্যবসা নেই এমন কোনও আর্থিক সংস্থা ব্যাংকের প্রোমোটার সংস্থা হলে ব্যাংকটিতে সেই সংস্থার অংশিদারিত্ব ৪০ শতাংশের নীচে নামিয়ে আনতে হবে।
আরও পড়ুন: জাতীয় স্ট্রংম্যান চ্যাম্পিয়নশিপে হলদিয়ার পিগলু
সেই মতো এই ব্যাংকটি তৈরির তিন বছরের মাথায় এ বছর মার্চে বন্ধন ব্যাংক বাজারে শেয়ার ছেড়ে নাম নথিভুক্ত করে এবং তার জেরে বন্ধন ব্যাংকের প্রোমোটার বন্ধন ফিনান্সিয়াল হোল্ডিংস লিমিটড-এর অংশিদারিত্ব ৮৯.৬২ শতাংশ থেকে কমে দাঁড়ায় ৮২.২৮ শতাংশে। অর্থাৎ পুরোপুরি শর্ত মানা হয়নি, ৪০ শতাংশে নামিয়ে আনা হয়নি৷কিন্তু ২৩ অগস্টই বন্ধন ব্যাংকের তিন বছর পূর্ণ হয়ে গিয়েছে।
শর্ত পূরণ করতে না পারায় অনুমতি ছাড়া কলকাতার ভিত্তিক এই ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর তথা মুখ্য কার্যনির্বাহী আধিকারিকের বেতন বৃদ্ধির উপর নিষেধাজ্ঞা জারি করেছে রিজার্ভ ব্যাংক। শুক্রবার মুম্বই স্টক এক্সচেঞ্জকে পাঠানো এক বার্তায় সে কথা জানিয়েছে বন্ধন ব্যাংক।
আরও পড়ুন: তনুশ্রী-নানা পাটেকর বিতর্কে এ কী বললেন সলমন!
প্রসঙ্গত স্বাধীনোত্তর ভারতবর্ষে এটাই প্রথম কোনও বাঙালির তৈরি ব্যাংক। বন্ধন ব্যাংক তৈরি করেন বন্ধন ফিনান্সিয়াল সার্ভিসেস-এর প্রতিষ্ঠাতা চন্দ্রশেখর ঘোষ।
The post বন্ধন ব্যাংকের উপর জারি হল নিষেধাজ্ঞা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Iti29S
No comments:
Post a Comment