কলকাতা: ফের দলের বিরুদ্ধে গিয়ে বোমা ফাটালেন বঙ্গ বিজেপির রাজ্য নেতা চন্দ্র কুমার বোস। নাম না করে কাঠগড়ায় তুলেছেন রাজ্য বিজেপির একগুচ্ছ নেতাকে।
ইসলামপুরের দাড়িভিট স্কুলে শিক্ষক নিয়োগের ঘটনা ঘিরে হিংসায় প্রাণ গিয়েছে একাধিক ব্যক্তির। প্রতিবাদে বুধবার রাজ্য জুড়ে ১২ ঘণ্টার বনধ ডেকেছিল বিজেপি। ওই দীন রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখে গিয়েছে হিংসার ছবি।
সেই বনধের দিন ইসলামপুর থেকে গ্রেফতার করা হয় রাজ্য বিজেপি যুব মোর্চার সভাপতি দেবজিত সরকারকে। ধৃত দেবজিতকে লকআপে পুলিশ নির্মম অত্যাচার করছে। এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে অভিযোগ জানায় বিজেপির যুব মোর্চা। যার জবাব দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কীরেন রিজিজু-র অতিরিক্ত সচিব। বৃহস্পতিবার রাতের দিকে ওই চিঠি ট্যুইট করে রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে কাঠগড়ায় তোলেন চন্দ্র বাবু।
বঙ্গ বিজেপির রাজ্য সভাপতিকে আক্রমণ করে তিনি ওই ট্যুইটে লিখেছেন, “রাজ্য সভাপতি কী করছেন? তিনি কি ঘুমাচ্ছেন? বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করতে তিনি ভাবনাচিন্তা করেন না। কিন্তু তার ওই ভাষার প্রভাব পরে ভোটে। কড়া বক্তব্য রাখার থেকে দলের মার খাওয়া নেতা-কর্মীদের পাশে দাঁড়ানো বেশি দরকার।”
নেতাজী সুভাষ চন্দ্র বোসের এই উত্তরসূরী দাবি করেছেন যে দুর্নীতিতে জড়িত এবং চরিত্রহীন ব্যক্তিদের দল থেকে না সরালে বাংলায় পদ্মের প্রস্ফুটিত হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। সুযোগ পেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য দলকে উপযুক্ত করে গড়ে তুলবেন বলে জানিয়েছেন চন্দ্র বোস।
ওই ট্যুইটের একটি কমেন্টে চন্দ্রবাবু লিখেছেন, “আমি লোকসভা নির্বাচনে প্রার্থী ছিলাম না। পাশাপশি যতক্ষণ না দল থেকে দুর্নীতিগ্রস্ত এবং চরিত্রহীন নেতাদের তাড়ানো হচ্ছে ততক্ষণ বঙ্গ বিজেপির হয়ে কাজ করা খুব কঠিন। আমি চুপিসারে নিজের কাজ করে যাব। আমায় সুযোগ দেওয়া হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য দলকে উপযুক্ত করে গড়ে তুলব।”
The post ইসলামপুর কাণ্ডে বঙ্গ বিজেপিকেই কাঠগড়ায় তুললেন চন্দ্র বোস appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2xKbek5
No comments:
Post a Comment