হাওড়া: জোড়া অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়াল হাওড়ায়৷ বৃহস্পতিবার রাতে শিবপুরের বেঙ্গল জুটমিলের মধ্যে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানির দোতলার ঘরে আগুন লাগে। আরএসএস প্রাইভেট লিমিটেড নামের ওই কোম্পানির দোতলার ঘর থেকেই প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায়৷
আরও পড়ুন: iPhone XS র চাহিদা কম? কী বলছে রির্পোট
সেই সময় একতলায় কয়েকজন কর্মী কাজ করছিলেন। তাঁরা দ্রুত বাইরে বেরিয়ে আসেন। খবর পেয়ে দমকলের ৪টি ইঞ্জিন সেখানে যায়৷ নেতৃত্বে ছিলেন দমকলের স্টেশন অফিসার সব্যসাচী চট্টোপাধ্যায়। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় রাত ২টো নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে৷
দোতলার ওই ঘর প্লাইউড দিয়ে ঘেরা ছিল। ভিতরে প্রচুর কাটিংয়ের মাল মজুত ছিল। আগুনের লেলিহান শিখায় অধিকাংশ জিনিসই ভস্মীভূত হয়ে যায়৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছিল। হিমাংশু শীল নামে এক শ্রমিক বলেন, ‘‘একতলায় আমরা পাঁচজন কাজ করছিলাম। উপরের ঘর থেকে ধোঁয়া বের হতে দেখেই আমরা বাইরে চলে আসি। মালিককে খবর দিই। আধ ঘণ্টার মধ্যে দমকল চলে আসে৷’’
অন্যদিকে শুক্রবার ভোরের দিকে আগুন লাগে একটি গোডাউনে৷ ভোর ৩টে ২০মিনিট নাগাদ বেলুড়ের গিরিশ ঘোষ রোডের বৈজনাথ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এর গোডাউনে আগুন লাগে। আগুন আয়ত্ত্বে আসে ভোর সাড়ে ৫টা নাগাদ। বেলুড়ের বজরংবলীতে ওই গোডাউনের মধ্যে থাকা ফার্নেসে আগুন লাগে। দমকলের দুটি ইঞ্জিন সেখানে যায়৷ বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি৷
আরও পড়ুন: দেশের স্বার্থে অযোধ্যা মামলার দ্রুত নিষ্পত্তি প্রয়োজন: মুখ্যমন্ত্রী
The post জোড়া আগুনে চাঞ্চল্য হাওড়ায় appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2IlViIJ
No comments:
Post a Comment