Tuesday, July 31, 2018

সন্তানের মঙ্গল চাইলে ‘কিকি’ থেকে দূরে রাখুন

চন্ডীগড়,মুম্বই: ডান্সিং আঙ্কেল, ডেমে টু কোসিটার পর সোশ্যাল মিডিয়া কিকি ডান্স জ্বরে কাবু৷ কানাডিয়ান ব়্যাপারের কিকি গানে শুরু হয়েছে ডান্স চ্যালেঞ্জ৷ যেখানে চলন্ত গাড়ি থেকে রাস্তায় নেমে গানের তালে তালে কোমর ও শরীর দোলাচ্ছেন তরুণ তরুণীরা৷ তাদের নাচ দেখে যে কারোরই এই চ্যালেঞ্জ নিতে মন চাইবেই চাইবে৷ ভারতেও শুরু হয়ে গিয়েছে এই ডান্স চ্যালেঞ্জ নিয়ে মাতামাতি৷ আর এই ডান্স চ্যালেঞ্জই ঘুম কেড়ে নিয়েছে পুলিশের৷ ট্যুইট করে অভিভাবকদের সতর্ক করা হয়েছে যাতে সন্তানরা এই প্রাণঘাতী ডান্স চ্যালেঞ্জ থেকে বিরত থাকে৷

কেন প্রাণঘাতী ডান্স বলা হচ্ছে কিকি কে? এই ডান্স চ্যালেঞ্জের বিশেষত্ব হল চলন্ত গাড়ি থেকে রাস্তায় নেমে নাচ করতে হবে৷ সেই চ্যালেঞ্জ নিতে গিয়ে অনেকে আহত হয়েছেন৷ সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিওতে দেখা গিয়েছে, কীভাবে গাড়ি থেকে নামতে গিয়ে ব্যালান্স হারিয়ে ধপাস করে পড়ে যাচ্ছে তরুণীরা৷ চোটও পাচ্ছে বিস্তর৷

তবুও উন্মাদনার শেষ নেই৷ তারপরই নড়ে চড়ে বসে পুলিশ৷ ডান্স চ্যালেঞ্জ নিয়ে পাগল কমবয়সীদের থেকে বাবা-মায়ের উপদেশ দেওয়া বেশি শ্রেয় মনে হয়েছে উত্তরপ্রদেশ পুলিশের৷ তাই ট্যুইট করে বাবা-মায়েদের প্রতি পুলিশের সর্তকবাতা, ‘‘প্রিয় অভিভাবকগণ, কিকি আপনার সন্তানদের ভালোবাসুক বা নাই বাসুক, আপনারা নিজেদের সন্তানদের ভালোবাসেন৷ তাই কিকি চ্যালেঞ্জ বাদে সন্তানদের জীবনে অন্যান্য চ্যালেঞ্জগুলিতে তাদের পাশে থাকবেন৷’’

উত্তরপ্রদেশের পর চন্ডীগড় ও মুম্বই ট্রাফিক পুলিশ একটি রেডিও চ্যানেলের সঙ্গে গাটছড়া বেধে কমবয়সীদের সাবধান করেছে৷ তাদের ট্যুইটে লেখা, শুধু নিজের নয় এই অ্যাক্ট অন্যের জীবনকেও বিপদের মুখে ফেলে দিচ্ছে৷ শুধু দেশ নয় বিদেশেও যেমন স্পেন, মার্কিন মুলুক, মালয়েশিয়া ও আরব দেশের পুলিশও সতর্কবার্তা জারি করেছে৷

কিকি ডান্স চ্যালেঞ্জ প্রথম শুরু হয় ৩০ জুন৷ জনপ্রিয় কমেডিয়ান শিগি ব্যস্ত রাস্তায় প্রথম এই গানের উপর ডান্স করে সোশ্যাল মিডিয়ায় চ্যালেঞ্জ ছুঁড়ে দেন৷ পরে তাঁর বন্ধু গাড়ির বাইরে এই গানের উপর নাচ করে শোরগোল ফেলে দেন৷ নোরা ফাতেহি, আদা শর্মা ও প্রিয়াঙ্ক শর্মার মতো বলিউড ও টিভি স্টারদের ড্রেকের এই গানের উপর গাড়ির বাইরে নাচ করতে দেখা গিয়েছে৷

The post সন্তানের মঙ্গল চাইলে ‘কিকি’ থেকে দূরে রাখুন appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2v5qFBM

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez