রায়পুর: সন্ধ্যা নেতাম৷ এই নামই এখন ঘোরাফেরা করছে সর্বত্র৷ কিন্তু কেন? সোশ্যাল মিডিয়া থেকে সংবাদ মাধ্যমে কেন ভাইরাল অষ্টম শ্রেণির এই ছাত্রী? প্রশ্নটা বরঞ্চ উল্টো করে করুন৷ কে ভাইরাল হবে না এই নাম? অষ্টম শ্রেণির ছাত্রী যখন শিক্ষিকার আসনে, এবং উল্টোদিকে ছাত্রের আসনে দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তখন আরও অনেক কথাই উঠে আসতে বাধ্য৷
ঠিক কি ঘটেছে জানুন:
একটি বিশেষ অনুষ্ঠানে ছত্তিশগড়ের আস্থা বিদ্যা মন্দির স্কুলে গিয়েছিলেন রাষ্ট্রপতি৷ এখানে আসার পরেই ছাত্রের ভূমিকায় তাঁকে দেখা যায়, আর তাঁরই শিক্ষিকার ভূমিকায় দেখতে পাওয়া যায় অষ্টম শ্রেণির ছাত্রী সন্ধ্যা নেতামকে৷ প্রায় তিন মিনিট ধরে রাষ্ট্রপতিকে বিজ্ঞান পড়ায় সন্ধ্যা৷ ক্ষণিকের সেই ভূমিকা পালন করতে পেরে উচ্ছ্বসিত সন্ধ্যা৷ তবে বড় হয়ে সে কি হেত চায়, এই প্রশ্নের উত্তরে অবশ্য শিক্ষিকা নয়, ডাক্তার হওয়ার ইচ্ছাই প্রকাশ করেছে সে৷
পড়ুন: স্বাধীনতার ৭৫-বছরে নয়া উচ্চতায় পৌঁছবে ভারত: রামনাথ কোবিন্দ
স্কুলের প্রিন্সিপাল এস প্রধান জানান, রাষ্ট্রপতি তাঁদের স্কুলে এসেছেন এটাই সবথেকে বড় বিষয়৷ সন্ধ্যা প্রসঙ্গে তিনি বলেন, সে খুব মেধাবী ছাত্রী৷ সে রাষ্ট্রপতিকে তিন মিনিট ধরে বিজ্ঞান পড়িয়েছে৷ মাওবাদী হামলায় তার বাবা নিহত হয়৷ কিন্তু কোনও কিছুই থামিয়ে দিতে পারেনি সন্ধ্যাকে৷
এদিকে দেশের রাষ্ট্রপতিকে বিজ্ঞান পড়ানোর বিষয়টি প্রকাশ্যে আসতেই, গ্রামবাসীকে সন্ধ্যাকে মিষ্টিমুখ করিয়ে অভিনন্দন জানায়৷ তাকে দেখেতে উপচে পড়ে ভিড়৷ সন্ধ্যার মা মংগড়ি দেবী জানান, মেয়েকে নিয়ে তিনি গর্বিত৷ পাশাপাশি, মাও হিংসার ফলে যে সব শিশুদের ওপপর প্রভাব পড়েছে, তাদের শিক্ষার জন্য আস্থা বিদ্যা মন্দির স্কুল খোলার জন্য সরকারকে ধন্যবাজও জানান তিনি৷
The post ছাত্রের আসনে রাষ্ট্রপতি কোবিন্দ, বিজ্ঞান পড়ালেন অষ্টম শ্রেণির ছাত্রী appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2M72qJY
No comments:
Post a Comment