Sunday, July 28, 2019

BreakingNews- গভীর রাতে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল বাংলা

পুরুলিয়া:  ভূমিকম্পে কেঁপে উঠল বাংলা। গভীর রাতে পুরুলিয়ার বিস্তির্ণ অঞ্চলে ব্যাপক কম্পন অনুভূত হয়। হঠাত কম্পনে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরুলিয়া শহরের মানুষের মধ্যে। জানা গিয়েছে, রিখটার স্কেলে কম্পনের ভূমিকম্পের মাত্রা ৪ এর কাছাকাছি ছিল বলে জানা যাচ্ছে। যদিও এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। এমনকি হতাহতেরও কোনও খবর পাওয়া যায়নি।

পড়ুন আরও- শোভন আর তৃণমূলে ফিরবে না, বিজেপিতে যোগ নিয়ে বিস্ফোরক মুকুল

তবে কম্পনের পরেই স্থানীয় মানুষজন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন আপডেট দিতে থাকে। জানা যাচ্ছে, এতটাই কম্পন সেখানে অনুভূত হয়েছে যে ঘুম থেকে উঠে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করে দেন অনেকে। শুধু তাই নয়, আফটার শকের আশঙ্কায় গোটা রাত অনেকেই বাড়ির বাইরে নিরাপদ আশ্রয়ে কাটিয়েছেন বলেও জানা যাচ্ছে।

তবে এখনও পর্যন্ত কম্পনের উৎসস্থল জানা যায়নি। তবে জানা যাচ্ছে পুরুলিয়ার পাশাপাশি ঝাড়খন্ডেও প্রবল কম্পন অনুভূত হয়েছে। রাত ৩টে নাগাদ এই কম্পন অনুভূত হয় বলে জানা যাচ্ছে। হঠাত ভূমিকম্পে গোটা পুরুলিয়া শহর জুড়ে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে।

প্রসঙ্গত, গত কয়েকদিন আগে প্রবল কম্পন অনুভূত হয়ে উত্তরবঙ্গে। কম্পন অনুভূত হয় শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিস্তির্ন অঞ্চলে। জানা যায় রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৩.৮। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। হঠাত কম্পনে রাস্তায় নেমে আসেন বহু মানুষ।

এমনকি অফিস কিংবা বহুতলে সেই মুহূর্তে থাকা লোকজন বেরিয়ে আসেন। শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গ জুড়ে কার্যত একটা হুলস্থুল বেঁধে যায়। সিকিম হাওয়া অফিসের অধিকর্তা গোপীনাথ রাহা জানিয়ে ছিলেন, বেলা ৩টা ৪ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল অরুণাচল প্রদেশের পূর্ব কামেং জেলা।

সেই রেশ কাটতে না কাটতেই ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলা।

The post BreakingNews- গভীর রাতে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল বাংলা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/32Wg0c5

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez