Monday, July 29, 2019

৭২ বছর পর পাকিস্তানে খুলছে হাজার বছর পুরনো শিব মন্দির

সিয়ালকোট: হাজার বছর পুরোনো একটি শিব মন্দির খুলছে পাকিস্তানে। এই মন্দির শেষ ৭২ বছর পুরোপুরিভাবে বন্ধ করা ছিল। মন্দিরের গায়ে পোড়ামাটির কাজ। যদিও তা সময়ের সাথে রক্ষনাবেক্ষনের অভাবে ক্ষয়ে গেছে। মন্দিরের দেওয়ালে গজিয়ে ওঠা আগাছা বয়ে বেরাচ্ছে সময়ের ছাপ। নেই মূর্তি তবু ঠায় দাঁড়িয়ে মন্দির।

জানা যায়, শাওয়ালা তেজা সিং মন্দির দেশভাগের সময় বন্ধ হয়ে গিয়েছিল। যে মন্দিরের নির্মাতা সর্দার তেজা সিং। ইতিহাস বলছে, ১৯৯২ সালে ভারতে যখন বাবরি মসজিদ ধংস হয়, তাঁর প্রতিবাদে পাকিস্তানের এই মন্দিরকে নষ্ট করে দেওয়া হয়। সেই ঘটনার সূত্র ধরেই সাধারণ হিন্দুরা ওই মন্দিরে যাওয়া বন্ধ করে দেয়।

পাকিস্তানের অনেক মিডিয়া বলছে, পাক প্রধানমন্ত্রী ইমরান খানের নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, তিনি প্রধানমন্ত্রীর দায়িত্বভার নেওয়ার পরই বারবার ‘নতুন পাকিস্তান’ গড়ার আহ্বান জানিয়েছেন। এছাড়া অনেকেই বলছেন, সংখ্যালঘুদের অধিকার নিয়ে আন্তর্জাতিকভাবে পাকিস্তান একেবারে কোণঠাসা। পাকিস্তানকে কালো তালিকায় ফেলেছে মার্কিন যুক্তরাষ্ট। সে দেশে সংখ্যালঘুদের সংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে। এই পরিস্থিতিতে কিছুটা মুখ বাঁচানোর চেষ্টা করছেন পাক প্রধানমন্ত্রী।

এই সিদ্ধান্তের পর ডেপুটি কমিশনার বিলাল হায়দার জানিয়েছেন, “এখন যে কোন মানুষ, যে কোন সময় এই মন্দিরে যেতে পারেন।” পাকিস্তান সরকার খুব তাড়াতাড়ি এই মন্দিরের সংস্কার ও সংরক্ষনের কাজ শুরু করা হবে বলে জানিয়েছে। প্রাচীন মন্দিরের দরজা সাধারণের জন্য খুলে যাওয়ায় খুশি স্থানীয় হিন্দুরা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এক ব্যক্তি বলেন, ‘বহু বছর পর খুলল আমাদের মন্দির। সরকারের এই সিদ্ধান্তে আমরা খুশি।’

পঞ্জাব-পাকিস্তানের উত্তর-পূর্ব দিকে অবস্থিত সিয়ালকোট অঞ্চল, পাকিস্তানের অন্যতম শিল্পাঞ্চল হিসেবে পরিচিত এক মুখ। রপ্তানির ব্যবসাতে মূলত এই জায়গা ব্যবহ্রত হত বলে জানা যায়। লাহোরের উত্থানের সাথে সাথে সিয়ালকোট বেশ কিছুটা পিছিয়ে গেলেও তা আবার ইংরেজদের আমলে অর্থনৈতিকভাবে বিস্তারলাভ করে। পাশাপাশি এই জায়গা বহন করে বেড়াচ্ছে বহু রাজনৈতিক ওঠা-পরার কথা। এই সিয়ালকোট দক্ষিণ এশিয়ার সবচেয়ে সম্পদবহুল এলাকা বলেই পরিচিত।

The post ৭২ বছর পর পাকিস্তানে খুলছে হাজার বছর পুরনো শিব মন্দির appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Zjpjk7

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez