Friday, July 26, 2019

মমতার নাকের ডগা দিয়ে হাত ধরে হাঁটলেন সোমেন-বিমানরা

স্টাফ রিপোর্টার, বারাসত: মধ্যমগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রশাসনিক বৈঠক করলেন তখন অদূরে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে একসঙ্গে সুর চড়াল বাম-কংগ্রেস৷ ভাটপাড়ায় শান্তি ফেরানোর দাবিতে কোনও দলীয় পতাকা ছাড়াই শুক্রবার বিকেলে বারাকপুর স্টেশন থেকে মিছিল করল তারা৷ সেই মিছিলের নেতৃত্বে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএমের কেন্দ্রীয় কমিটির নেতা মহম্মদ সেলিম৷ মিছিলের পর বারাকপুর কমিশনারের কাছে স্মারকলিপি জমা দেন তাঁরা৷

লোকসভা ভোটের পর থেকে লাগাতার অশান্তিতে জেরবার ভাটপাড়ায় শান্তি ফেরানোর দাবিতে গত মাসেই কাঁকিনাড়া স্টেশন থেকে মিছিলে হেঁটেছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু ও প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্ররা। কিন্তু এখনও শান্তি ফেরেনি ভাটপাড়ায়৷ মাঝেমধ্যে পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে সেখানে৷ বুধবার স্থানীয় সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির সামনে গুলি-বোমাবাজি হয়৷ আতঙ্কে রয়েছেন সেখানকার বাসিন্দারা৷ এই পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনকে কাঠগড়ায় তুলছে বাম-কংগ্রেস৷

এদিন পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার বিকেল তিনটে নাগাদ ভাটপাড়ায় মিছিল করেন কংগ্রেস ও বামফ্রন্টের নেতারা। বাম বা কংগ্রেস, কোনও পক্ষই এদিনের মিছিলে নিজেদের ঝান্ডা ব্যবহার করেনি। ‌ কেবলমাত্র প্লাকার্ডে ব্যারাকপুর এলাকায় শান্তি ফেরানোর দাবি ছিল মিছিলে প্রধান উদ্দেশ্য। মিছিল শেষে এক পথসভায় বক্তৃতা করেন দু’দলের নেতারা। যদিও, দিন পনেরো আগেই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে বাম কংগ্রেস নেতারা শান্তি ফেরানোর দাবি জানিয়েছিল। কিন্তু ১৫ দিন হয়ে গেলে বারাকপুরের শিল্পাঞ্চলে শান্তি না ফেরায়, এদিন মিছিল করে বারাকপুর কমিশনারেটের ডেপুটেশন জমা দেন বাম ও কংগ্রেসের প্রতিনিধিরা।

প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন, “ভাটপাড়ায় শান্তি ফেরাতে ব্যর্থ প্রশাসন, দায় এর সম্পূর্ণ দায় পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ।” বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু মুখ্যমন্ত্রীর সমালোচনা করে বলেন, “শুনলাম উনি মধ্যমগ্রামে এসেছেন। এতগুলো দিন হয়ে গেল ভাটপাড়ার মানুষ নিরাপত্তা হীনতায় দিন কাটাচ্ছেন। সাধারন মানুষের কোন নিরাপত্তা নেই ভাটপাড়া শহরে। উনি এদিক ওদিক না ঘুরে বেড়িয়ে আসল কাজটা করুন। এলাকায় শান্তি ফিরবে না এটা হতে পারে না। পুলিশকে অকেজো করে রেখে দেওয়া হয়েছে। যে কাজটা করলে দুষ্কৃতীরা ধরা পরবে সেই কাজটাই করতে দেওয়া হচ্ছে না পুলিশকে।”

লোকসভা নির্বাচন থেকে বড়সড় শিক্ষা নিয়েছে এই দুই দল৷ সেই কারণে পৃথক কর্মসূচি না করে যৌথ প্রতিবাদের জন্য সক্রিয় হচ্ছেন সোমেন মিত্র-বিমান বসুরা৷ রাজনৈতিক মহলের কাছে এটা স্পষ্ট, পুরসভা ও বিধানসভা ভোটের আগে ভাটপাড়ার মতো গরমাগরম ইস্যুকে সামনে রেখেই নিজেদের ‘বন্ধুত্ব’টা ফের ঝালিয়ে নিচ্ছে তারা৷

The post মমতার নাকের ডগা দিয়ে হাত ধরে হাঁটলেন সোমেন-বিমানরা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Zh2ehQ

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez