বিশেষ প্রতিবেদন: ছোট্ট পাহাড়ি গ্রাম লাচুং উত্তর সিকিমের ৯৬০০ ফুট উঁচুতে অবস্থিত। এই জায়গাটি আপনার ভ্রমণের ঠিকানা হতে পারে দু’দিনের জন্য। যারা নির্জন জায়গা ভালোবাসের তাঁদের অল্প সময়েই প্রিয় হয়ে উঠবে লাচুং। সবুজের কোলে ছবির মতো ভেসে আছে এই পাহাড়ি গ্রামটি।
পাহাড়ের মধ্যে সাজানো ধুপীগাছের সারি। এখানে এলোমেলো ঘুরে বেড়ালে মনে আসবে প্রশান্তি। রয়েছে নানা রকমের রডোডেনড্রন। লাচেন নদী এবং লাচুং নদী দেখার মতো। এই দুই নদী তিস্তা নদীতে গিয়ে মিশেছে। রাজধানী গ্যাংটক থেকে এর দূরত্ব প্রায় ১২৫ কিলোমিটার। এখানে নেপালি, ভুটিয়া এবং লেপচা ভাষার চল বেশি।
লাচুং শব্দের অর্থ ‘ছোট গমনোপযোগী অঞ্চল’। রয়েছে একটি মনাস্ট্রি। কয়েক জন লামা থাকেন এখানে। লাচুঙে আছে একটি কার্পেট বুনন কেন্দ্র। লাচুং থেকে সহজেই যাওয়া যায় ইয়ুমথাং ভ্যালিতে। এখানে কাটানো প্রতিটা মুহূর্ত আপনার সারাজীবন মনে থাকবে। এই উপত্যকা শীতের সময় বরফে ঢেকে যায়। সেই সময় ইয়ুমথাং হয়ে ওঠে পর্যটনপ্রিয় বাঙালির মুক্ত বিচরণভূমি।
প্রচন্ড ঠান্ডার কারণে পর্যটকদের সতর্ক থাকা উচিৎ। পশমের পোশাক সব সময় গায়ে চাপানো থাকলে ঠান্ডা লাগার সম্ভাবনা কম। সারাবিশ্বের পর্যটক অক্টোবর থেকে মে মাস পর্যন্ত এখানে ঘুরতে আসেন। এই সময়টুকুই লাচুং ভ্রমণের পিক টাইম। মূলত ইয়ামথাং ভ্যালি, লাচুং মনাস্টেরি দেখার পথেই তাঁরা লাচুং আসেন। লাচুংয়ের অধিকাংশ অধিবাসীই লেপচা এবং তিব্বতীয়।
উত্তর সিকিমে যেতে হলে গ্যাংটক থেকে অনুমুতি নিতে হয় পর্যটকদের। ভারতীয়দের ক্ষেত্রে পরিচয়প্তের জেরক্স এবং দু’কপি ছবি দিয়ে আবেদন করতে হয়। সব ঠিক থাকলে অনুমতি পেয়ে অসুবিধে হয় না। ১৮৫৫ সালে বিখ্যাত ভ্রমণিক জোসেফ ডালটন হুকার দ্য হিমালয়ান জার্নালে লাচুংকে সিকিমের ‘ছবির মতো গ্রাম’ হিসেবে আখ্যা দেন। লাচুঙের কাছে ফুনিতে স্কিইং করার ব্যবস্থা আছে।
শিয়ালদহ থেকে রাত ৮টা বেজে ৩০ মিনিটের ১৩১৪৯ কাঞ্চনকন্যা এক্সপ্রেসে চেপে পরদিন নিউ জলপাইগুড়ি স্টেশনে নামুন। সেখান থেকে ভাড়া গাড়িতে গ্যাংটক হয়ে লাচুং যাওয়া যায়। থাকার জন্য রয়েছে অজস্র হোটেল। আগে থেকে বুক করে রাখলে ভালো।
The post ঘুরে আসুন উত্তর সিকিমের ছোট্ট পাহাড়ি গ্রাম লাচুং থেকে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/312XSeG
No comments:
Post a Comment