Saturday, July 27, 2019

প্রকাশ্যে চড় মারার পরও ছাত্রের ‘সাজা’ চান না যাদবপুরের অধ্যাপক কাফি

স্টাফ রিপোর্টার, কলকাতা: শুক্রবার দুপুরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের সামনে প্রাক্তন ছাত্র রাজেশ সাঁতরার হামলার মুখে পড়েন বাংলা বিভাগের জনপ্রিয় অধ্যাপক আব্দুল কাফি। গোটা ঘটনায় স্তম্ভিত রাজ্যের শিক্ষামহল। অভিযুক্ত ছাত্রকে পুলিশি হেফাজতে রাখা হয়। মার খেয়েও প্রাক্তন ছাত্রের প্রতি নম্র মনোভাব প্রকাশ করলেন অধ্যাপক। ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়ে নিজের ফেসবুক দেওয়ালে লেখেন রাজেশের কোনও ক্ষতি চান না তিনি। অভিযুক্তর বাবা ফোনে দুঃখ প্রকাশ করেন তাঁর কাছে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল কাফি ঘটনাটির প্রসঙ্গে লেখেন, “ঘটনার সূত্রপাত দিন কুড়ি আগে। রাজেশ আমাকে ফেসবুক মেসেঞ্জারে একটি মেসেজ পাঠায়। সে আমার বন্ধু তালিকায় না থাকার ফলে সেই মেসেজ আমি চট করে দেখতে পাইনি। দিন কয়েক পরে আমাকে বেশ কয়েকজন জানান যে রাজেশ নামের কেউ একজন বারবার তাঁদের জানাচ্ছে, “আব্দুল কাফি যেন রাজেশের মেসেজটি দেখেন”। গত পাঁচ-ছয় মাস ধরে আমি আমার মায়ের চিকিৎসা নিয়ে ভয়ানক বিড়ম্বনায় আছি, দুরারোগ্য ব্যধির সঙ্গে লড়াই চালাতে হচ্ছে একটানা। ফলে ফেসবুকে খুব নিয়মিত থাকতে পারিনি। কিন্তু অনেকের কথা শুনে রাজেশের সেই মেসেজটি আমি দেখি এবং যারপরনাই বিব্রত ও বিড়ম্বিত হই।”

অর্থাৎ বোঝাই যাচ্ছে, রাজেশ সাঁতরার বিরক্তিকর মেসের উত্তর আব্দুল কাফির পক্ষে দেওয়া সম্ভব হয়নি। সে কারণেই হামলা! অধ্যাপকের কথায়, “সেই সময় আমি বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে চায়ের দোকানে চা খাচ্ছিলাম। আচমকা সে আমার সামনে এসে দাঁড়ায় এবং বলে ‘বলুন কী বলবেন’। আমি কিছু বলার আগেই হাত চালায়। চশমার কাচ ভেঙে পড়ে, সামান্য চোখের পাশে এবং ঠোঁটে আঘাত লাগে।”

অধ্যাপক আব্দুল কাফি পড়ানোর গুণের জন্য বিশ্ববিদ্যালয়ে বেশ জনপ্রিয়। এই মুহূর্তে তাঁর মায়ের ক্যান্সারের চিকিৎসা চলছে। এমন পরিস্থিতিতে স্বাভাবিক ভাবেই ফোনে খবর নিচ্ছেন তাঁর স্বজন-বন্ধুরা। তাঁদের উদ্দেশ্যে কাফি জানিয়েছেন, তিনি ভালো আছেন। তাঁর সামান্য চোট লাগছেও ওষুধ খেয়ে এখন সুস্থ। অন্যদিকে তাঁকে আক্রমণের খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তাঁর ছাত্রছাত্রীরা রাজেশ সাঁতরার শাস্তি দাবি করেন।

কিন্তু, অধ্যাপক আব্দুল কাফি রাজেশের বড় কোনও সাজা হোক তা চান না। তাঁর কথায়, “পুলিশ অফিসারকে আমি সহ-উপাচার্যের সামনেই অনুরোধ করি, তাকে যেন অত্যাচার না করা হয়, যেন বড় কোনও সাজার মুখে ঠেলে না দেওয়া হয়। ঘটনার বিবরণ আমি দিয়েছি, এর রহস্য কী তা অনুসন্ধান করতে অনুরোধ জানিয়েছি। বলেছি, আমি কেবল জানতে চাই কেন সে এই আচরণ করছে, কেন তার আমার প্রতি ক্রোধ, কেন সে বারবার আক্রমণ করছে। নিশ্চয় সে কোনও একটি ধারণার দ্বারা গভীর ভাবে বিচলিত হয়ে আছে। তার সেই ‘ধারণা’ কী করে হল—সেইটুকুই আমার জানা দরকার। তার ভুল ভাঙানোটাই আমার মূল চাহিদা। অফিসার আমাকে বলেন, তিনি চেষ্টা করবেন।”

The post প্রকাশ্যে চড় মারার পরও ছাত্রের ‘সাজা’ চান না যাদবপুরের অধ্যাপক কাফি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2yeyCWG

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez