নয়াদিল্লি: অর্জুন পুরস্কারের জন্য ভারতের মহিলা স্প্রিন্টার দ্যুতি চাঁদের মনোনয়ন প্রত্যাখ্যান করল দেশের ক্রীড়ামন্ত্রক। একইসঙ্গে খেলরত্ন সম্মানের জন্য নাকচ হয়ে গেল ক্রিকেটার হরভজন সিংয়ের মনোনয়ন।
স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই)-র তরফ থেকে এএনআই’কে জানানো হয়েছে, ‘সংশ্লিষ্ট রাজ্য সরকারের তরফ থেকে নির্ধারিত সময়ের পর এই দুই অ্যাথলিটের নাম প্রস্তাব করা হয়। বিশেষ করে দ্যুতি চাঁদের ক্ষেত্রে তাঁর পদকের ক্রমতালিকা নির্ধারিত ছিল না। পরে অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে ক্রীড়ামন্ত্রককে পাঠানো দ্যুতির পদকের ক্রমতালিকা প্রস্তাবিত মনোনয়নের জন্য নির্ণায়ক হয়নি। তাই তাঁর মনোনয়নটি বাতিল হয়।’
আরও পড়ুন: শাকিবদের পরামর্শদাতা হিসেবে নিযুক্ত হলেন ভেত্তোরি
এএনআই’কে দেওয়া এক সাক্ষাৎকারে দ্যুতি জানান মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের দেখা করে নাপোলিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমে জেতা সোনার পদক তাঁকে দেখান তিনি। একইসঙ্গে তাঁকে অর্জুন পুরস্কারের মনোনয়ন সংক্রান্ত ফাইল পুনরায় পাঠানোর আর্জি করেন। প্রত্যুত্তরে মুখ্যমন্ত্রী তাঁকে এব্যাপারে আশ্বস্ত করেন এবং এবিষয়ে উদ্বিগ্ন না হয়ে পরবর্তী প্রতিযোগীতার জন্য প্রস্তুতিতে মনোসংযোগ করতে বলেন।’
আরও পড়ুন: ওভার-থ্রো ইস্যুতে মুখ খুলে ধর্মসেনাকেই সমর্থন আইসিসি’র
কিন্তু দ্যুতির কথায়, পরে তিনি জানতে পারেন রাজ্যের বিধানসভা ও লোকসভা নির্বাচন এবং সাইক্লোন ফেণির কারণে অর্জুনের জন্য তাঁর মনোনয়ন সংক্রান্ত ফাইল ক্রীড়ামন্ত্রকের কাছে সঠিক সময়ে পৌঁছয়নি।
উল্লেখ্য, ১১.৩২ সেকেন্ডে নাপোলিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে ১০০ মিটার দৌড়ে সোনা জেতেন দ্যুতি। ১১.২৪ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে জাতীয় রেকর্ডও তাঁরই দখলে। দ্যুতির কথায়, ‘২০১৩ থেকে বিশ্বমঞ্চে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করে আসছি। জাকার্তা এশিয়াডে জোড়া পদকের পাশাপাশি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে দেশের হয়ে সোনা জিতেছি। আশা করছি ভবিষ্যতেও দেশের হয়ে বিশ্বমঞ্চে আরও পদক জিতব।’
অর্থাৎ দেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে এহেন সাফল্য এনে দেওয়ার পরেও অর্জুন পুরস্কার মনোনয়নের ক্ষেত্রে নাম পাঠানোর এহেন গাফিলতিতে তিনি যে হতাশ, তা দ্যুতির কথাতেই স্পষ্ট।
The post অর্জুন পুরস্কারের জন্য দ্যুতির মনোনয়ন প্রত্যাখ্যান ক্রীড়ামন্ত্রকের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2SHnHhE
No comments:
Post a Comment