কলকাতা২৪x৭: বাস্তুশাস্ত্র অনুসারে বাসস্থানের অবস্থান যাতে এমন হয় যা থেকে ইতিবাচক প্রভাব পড়ে ৷ যার ফলে সেই পরিবারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং দুঃখ দুর্দশা দূর হয়৷ ফলে বাড়ি বা ফ্ল্যাট কেনার আগে এই বিষয়ে কিছু টিপস মাথায় রাখা উচিত বলেই মনে করেন বাস্তু বিশেষজ্ঞরা ৷
তাই কয়েকটা বিষয় মাথায় রাখা উচিত:-
প্রথমত, জমির উত্তর এবং পূর্ব দিকে রাস্তা থাকলে তার থেকে জমিটা উঁচু হওয়া দরকার। তা যদি না হয় তাহলে বাড়ি করার সময় ভিতটি কিছুটা উঁচু বানিয়ে নিতে হবে।
দ্বিতীয়ত, যেখানে রাস্তা টি অথবা ওয়াই ক্রস সেকশন হয়েছে, তার উল্টোদিকের জমি কেনা উচিত নয়।
তৃতীয়ত, রাস্তা বাঁক এমন প্লটে ফ্ল্যাট কেনা উচিত নয়।
চতুর্থত, ব্রিজের ধারের জমি বাস্তু মতে কেনা উচিত নয়।
পঞ্চমত, কানাগলির শেষ প্রান্তে বাড়ি কেনা উচিত নয় কারণ সেখানে কুশক্তির অবস্থান করে৷ এবং বাড়ির মালিকের স্বাস্থ্যের অবনতি হয়।
ষষ্ঠত, অ্যাকোয়রিয়াম রাখতে হলে তা লিভিং রুমের দক্ষিণ পশ্চিম কোনে রাখা উচিত ৷
সপ্তমত, ঘরেতে প্যাঁচা, ইগল, যুদ্ধ, ক্রুদ্ধ ব্যক্তি বা ক্রন্দনরত মহিলার ছবি রাখা উচিত নয়৷
The post নতুন বাড়ি কিনতে জেনে রাখুন বাস্তু টিপ্স appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2YvVyPJ
No comments:
Post a Comment