দেবময় ঘোষ, কলকাতা: দিদি বাংলায় লোক পেলেন না। বাইরের রাজ্য থেকে লোক ভাড়া করতে হলো? বাঁকা প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ছুঁড়ে দিয়েছেন এক প্রাক্তন মুখ্যমন্ত্রী – শিবরাজ সিং চৌহান।
মধ্যপ্রদেশের এই বিজেপি নেতা সারা দেশ জুড়ে গেরুয়া শিবিরের সদস্যতা অভিযানের দায়িত্বে রয়েছেন। পশ্চিমবঙ্গে এসেই তিনি তৃণমূল কংগ্রেস নিযুক্ত ‘ভোটগুরু’ প্রশান্ত কিশোর-কে ‘টার্গেট’ করলেন। বললেন, এই বাংলা সারা দেশকে পথ দেখিয়েছে। সারা বিশ্ব তাকিয়ে দেখেছে। ভারতের সফল চন্দ্রায়ন অভিযানর বৈজ্ঞানিক বাঙালি। অথচ দেখুন, দিদিকে অন্য রাজ্য থেকে ‘পলিটিক্যাল স্ট্রাটেজিস্ট’ খুঁজতে হচ্ছে। অবাক লাগছে।
এখানেই থেমে থেকেননি শিবরাজ। তাঁর সাফ কথা বিস্তারক কর্মসূচি টুকে কৌশল বানিয়েছে প্রশান্ত। সেই কৌশল তৃণমূলকে গেলাচ্ছেন তিনি। এতে তৃণমূলের কোনও লাভ হবে না।
বিজেপির সাংগঠনিক পদ্ধতি ‘টুকলি’ করেই তৃণমূলকে এরাজ্যে ‘লাইফলাইন’ দিতে চাইছে ‘পলিটিক্যাল স্ট্রাটেজিস্ট’ প্রশান্ত কিশোর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংগঠনিক বৈঠকের পর সেকথা সাফ জানিয়ে দিয়েছিল রাজ্য বিজেপিও। উল্লেখযোগ্য, Kolkata24x7 এর ‘স্পেশাল রিপোর্টে’ এই বিষয়টি প্রকাশিত হয়েছিল ১৩ জুলাই।
ওই রিপোর্ট প্রকাশিত হওয়ার ঠিক ১৫ দিন পরই প্রশান্ত কিশোরের ‘প্রেসক্রিপশন’ অনুযায়ী দলের নতুন সাংগঠনিক বিধি সোমবার সাংবাদিক সম্মেলন করে জানান মমতা। চুপ করে বসে থাকেনি বিজেপিও। দলের প্রাক্তন রাজ্য সভাপতি এবং জাতীয় সম্পাদক রাহুল সিনহা সাফ জানিয়েছিলেন, “বিজেপি’র সাংগঠনিক কাজকর্মকে নকল করে প্রশান্ত কিশোর তৃণমূল কংগ্রেসকে রাজ্যে বাঁচিয়ে তুলতে চাইছে। চুরি বিদ্যায় তৃনমূল জাগবে না। আর তৃণমূলের ছাত্ররা কাটমানি খোর।
প্রসঙ্গত, রাজ্য রাজনীতিতে জোর আলোচনা শুরু হয়েছে, তৃণমূলে নতুন সাংগঠনিক পক্রিয়া যেন হুবহু বিজেপির বিস্তারক কর্মসূচি। বা সদস্যতা অভিযান। রাজ্যে তৃণমূল কংগ্রেসকে সাফল্যের কক্ষপথে ফেরত আনতে ‘পলিটিক্যাল স্ট্রাটেজিস্ট’ প্রশান্ত কিশোর যে পথের সন্ধান দিয়েছেন তা বিজেপি’র-ই সাংগঠনিক কাজকর্মের সঙ্গে মিলে গিয়েছে।
এ পথ বহু চর্চিত, গেরুয়া শিবিরের সাফল্যের ঠিকানা। জনসংযোগ রক্ষা করার সনাতন ‘মেকানিজম।’ ফলে প্রশ্ন উঠছে, বহু বছর নরেন্দ্র মোদী-অমিত শাহ’র সঙ্গে ঘর করে তাঁদের ফর্মুলাই রাজ্যে প্রয়োগ করতে চলেছেন কী প্রশান্ত? রাজ্যে বিজেপির বৃদ্ধি ঠেকাতে কাঁটা দিয়েই কাঁটা তুলতে চান কী লক্ষ-কোটির পলিটিকাল স্ট্রাটেজিস্ট?
গেরুয়া শিবিরের বিস্তারক কর্মসূচির আওতায় প্রত্যেক কার্যকর্তাকে (অবশ্যই দলের সক্রিয় সদস্য) বছরের বিভিন্ন সময় বিস্তারকের ভূমিকা পালন করতে হয়। বিস্তারক হিসাবে ওই নেতা নিজের এলাকা থেকে দূরে গিয়ে জনসংযোগের কাজ করেন। অন্তত সাত দিন বাড়ির বাইরে থেকে এই কাজ করতে হয় একজন বিস্তারককে।
বুধবার, শিবরাজ আরও বলেছেন, “প্রশান্তর থেকে ভোটে জেতার বুদ্ধি নিচ্ছেন দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়)। কিন্তু, প্রশান্ত বিজেপির বিস্তারক কর্মীসূচি টুকে দিদিকে বুদ্ধি দিচ্ছেন। তাও আবার কি বুদ্ধি দিচ্ছেন, দিদি কে বলো। দিদিকে আর কি বলবেন জনতা। দিদি শুনলে তো বলবেন। জনতা বলছে, দিদিকে ছাড়ো। মোদীকে ধরো।”
The post বিজেপির বিস্তারক কর্মসূচি টুকেই মমতাকে বুদ্ধি দিচ্ছেন প্রশান্ত: শিবরাজ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2LVetOa
No comments:
Post a Comment