নয়াদিল্লি: চলে গেলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়পাল রেড্ডি। শনিবার গভীর রাতে হায়দরাবাদে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।
গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। হায়দরাবাদের হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। শনিবার রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে এআইজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়েছে।
দেশের পঞ্চদশ লোকসভার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ছিলেন তিনি। তেলেঙ্গানার চেভেলা থেকে সাংসদ হয়েছিলেন তিনি। দীর্ঘদিনের কংগ্রেসের সদস্য ছিলেন তিনি।
প্রাক্তন প্রধানমন্ত্রী আইকে গুজরালের মন্ত্রিসভায় তথ্য ও সম্প্রচার বিভাগ সামলেছেন তিনি। ১৯৯৯- তে ২১ বচর বাদে কংগ্রেসে ফেরেন তিনি। ২০০৪-এ ফের নির্বাচিত হন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হন। ২০০৯-এ আবার চেভেলা কেন্দ্র থেকে জেতেন ও নগোরন্নয়ন মন্ত্রক সামলান তিনি। পেট্রোলিয়াম মন্ত্রীও হয়েছিলেন তিনি।
২০১৪ পর্যন্ত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক ও আর্থ সায়েন্স মন্ত্রকের দায়িত্বে ছিলেন তিনি।
তেলেঙ্গানার নালগোন্ডা জেলায় নেরমাত্তা গ্রামে জন্ম তাঁর। ১৮ মাস বয়স থেকে পোলিওতে আক্রান্ত হন তিনি।ক্রাচ নিয়েই হাঁটাচলা করতেন। হায়দরাবাদের ওসমানিয়া ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর পাস করেন তিনি। পেশায় এগ্রিকালচারিস্ট ছিলেন তিনি। বিভিন্ন দেশে ভ্রমণ করতে ভালোবাসতেন তিনি।
তাঁর দুই পুত্র ও এক কন্যাসন্তান রয়েছে।
The post প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2YuSJi6
No comments:
Post a Comment