নয়াদিল্লি: যাত্রীদের প্লাস্টিকের বোতল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল ভিস্তারা এয়ারলাইনস। প্লাসটিক বোতল থেকে শুরু করে প্লাসটিকজাত দ্রব্যের ব্যবহার নিষিদ্ধ করল ওই সংস্থা। প্রাথমিকভাবে সংস্থার পক্ষ থেকে দিল্লি থেকে মুম্বইগামী বিমানে বন্ধ করা হয়েছে প্লাসটিক দ্রব্যের ব্যবহার বলে জানা গিয়েছে। পরবর্তী ক্ষেত্রে অন্যান্য রুটে এই নির্দেশ ধীরে ধীরে লাগু করা হবে বলে জানিয়েছে সংস্থা।
প্লাসটিকে ভরে যাচ্ছে পৃথিবী। এভাবে চলতে থাকলে খুব শীঘ্রই সমস্যায় পড়বে প্রাণীকুল। তাই জোর দেওয়া হচ্ছে সচেতনতায়। তাই এবার প্লাসটিক নির্মূলের লক্ষ্যে পদক্ষেপ নিল বিমান সংস্থা ভিস্তারা এয়ারলাইনস। পানীয় জল পরিবেশনের ক্ষেত্রে বিশেষ ধরনের পেপার কাপ ব্যবহার করা হবে সংস্থার তরফে বলে জানা গিয়েছে। মোট ৫০ শতাংশ পর্যন্ত প্লাসটিক ব্যবহার বন্ধ করার চেষ্টা করবে এই বিমান পরিষেবা সংস্থা।
ভারতে বিমান পরিষেবার ক্ষেত্রে ভিস্তারাই একমাত্র পরিবহন সংস্থা যারা ইকোনমি ক্লাসে জীবাণু বিয়োজ্য উপকরণ ব্যবহার করে। প্লাসটিকের বাসনপত্রের বদলে ইকোনমি ক্লাসে ব্যবহার করা হয় অ্যালুমিনিয়ামের পাত্র। পিওর ইকোনমির ক্ষেত্রে চীনা মাটির পাত্রের ব্যবহার, প্লাসটিক স্ট্রয়ের জায়গায় কাগজ এবং কাঠের জিনিসের ব্যবহারও শুরু করেছে এই সংস্থা।
এবছরের জুন মাসে ন্যাশনাল গ্রীণ ট্রাইবুনাল কড়া ভাষায় সেন্ট্রাল পলিউশন বোর্ডকে প্লাসটিকের ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করা নির্দেশ দিয়েছে। তাই বিমান সংস্থার এই উদ্যোগ যে প্রশংসার দাবি রাখে সেকথা বলার অপেক্ষা রাখে না।
The post যাত্রীদের প্লাস্টিকের বোতল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল এই বিমান সংস্থা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2OmvTW6
No comments:
Post a Comment