Saturday, July 27, 2019

সহজ জয় ঋদ্ধিদের

অ্যান্টিগা: শাহবাজ নাদিমের দুরন্ত ঘূর্ণিতে তৃতীয়দিনের শেষেই স্পষ্ট হয়ে গিয়েছিল ললাটলিখন। শনিবার অর্থাৎ চতুর্থদিন ছিল কার্যসিদ্ধির অপেক্ষা। তিনটি উইকেট খোয়াতে হলেও প্রথম বেসরকারি টেস্টে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলকে সহজেই হারাল হনুমা বিহারীর নেতৃত্বাধীন ভারতীয় ‘এ’ দল। ৬ উইকেটে জয় এল ঋদ্ধিদের।

প্রথম ইনিংসে ৫ উইকেটের পর দ্বিতীয় ইনিংসেও বাঁ-হাতি অফস্পিনার নাদিমের ছোবলে মত্র ১৮০ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। এছাড়াও দ্বিতীয় ইনিংসে ভালো বল করেন মহম্মদ সিরাজ। তুলে নেন ৩টি উইকেট। প্রথম ইনিংসে ৮৪ রানে এগিয়ে থাকার সুবাদে ম্যাচ জয়ের জন্য ঋদ্ধিদের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৯৭ রান। তৃতীয়দিন ১ উইকেট হারিয়ে ২৯ রানে খেলা শেষ করে ভারতীয় দল। অন্তিমদিন জয়ের জন্য প্রয়োজনীয় ৬৮ রান তুলতে মাত্র ১৯.৩ ওভার খরচ করলেন ভারতীয় ব্যাটসম্যানরা। তবে প্যাভিলিয়নে ফিরতে হল তিন-তিনজন ব্যাটসম্যানকে।

চতুর্থদিন সকালে মাত্র ৬ বল স্থায়ী হয় আরেক ওপেনার অভিমন্যু ঈশ্বরণের ইনিংস। ৩৫ বলে ২৭ রান করে চেমার হোল্ডারের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। এরপর তৃতীয় উইকেটে অধিনায়ক হনুমা বিহারী ও স্রিকর ভরতের ৪৯ রানের পার্টনারশিপ জয়ের দোরগোড়ায় নিয়ে যায় দলকে। যদিও দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি দুই ব্যাটসম্যানের কেউই। ভারত ২৮ ও অধিনায়ক বিহারী ফেরেন ১৯ রান করে।

শেষ অবধি ঋদ্ধিমান ৯ রানে ও শিবম দুবে ৪ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বৈতরণী পার করে দেন। উল্লেখ্য প্রথম ইনিংসে দলের লিড নেওয়ার পিছনে ৬৬ রানের গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন ঋদ্ধিমান। পাশাপাশি প্রথম বেসরকারি টেস্টে উইকেটের পিছনে দস্তানা হাতে তাঁর পারফরম্যান্স টেস্টে প্রথম একাদশে তাঁর দলে ঢোকার দাবি জোরালো করেছে।

The post সহজ জয় ঋদ্ধিদের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Onj7GQ

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez