Monday, July 29, 2019

মাতালের কান্ড,সাপের ছোবল খেয়ে সাপকেই উল্টে কামড়ে দিল মানুষ

লক্ষনউ: সাপের কামড়ে মানুষের মৃত্যুর ঘটনা নতুন নয়। তবে মানুষের কামড়ে সাপের মৃত্যুর ঘটনা কখনো শুনেছেন কি? এমনই অবাক করার মতো ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের একটি গ্রামে৷ রাজ কুমার নামে এক ব্যক্তি সাপের ছোবল খেয়ে সাপকেই উল্টে কামড়ে টুকরো টুকরো করে দিয়েছে বলে খবর৷ সাপের ছোবল খেয়ে হাসপাতালে এসে ডাক্তারকে বলছেন সাপকে কামড়ে দিয়েছি৷ এমন ঘটনা বিরল৷

সূত্রের খবর, উত্তরপ্রদেশের একটি গ্রামের ছেলে রাজ কুমার৷ রবিবার রাতে মত্ত অবস্থায় বাড়িতে ছিলেন৷ সেই সময় একটি বিষধর সাপ এসে তাকে কামড়ে দেয়৷ প্রতিশোধ নিতে গিয়ে ওই সাপটিকেই রাজ কুমার কামড়ে দেয়৷ দাঁত দিয়ে কেটে সাপটিকে তিন টুকরো করে ফেলেন৷ কিন্তু বিষধর সাপের কামড়ে তিনি অসুস্থ হয়ে পড়েন৷ সঙ্গে সঙ্গে পরিবারের লোক তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করেন৷

হাসপাতালের চিকিৎসক সংবাদমাধ্যমে জানান,একজন রোগী আমাদের কাছে এসে বলেন যে তিনি একটি সাপকে কামড়ে দিয়েছেন। আমরা শুরুতে বুঝতেই পারিনি, তিনি কী বলতে চাইছেন৷ আমরা জানি, সাপ মানুষকে কামড়ায়৷ কিন্তু মানুষ সাপকে কামড়ে দিয়েছে! এবং ঘটনার পরে ওই সাপটিকেও পুড়িয়ে ফেলেছে রাজ কুমারের পরিবার।‌‌‌ আশঙ্কাজনক অবস্থায় ওই মাতাল ব্যক্তির চিকিৎসা চলছে৷ রাজ কুমারের বাবা বাবুরাম সংবাদমাধ্যমে জানান,ছেলের ঠিকমতো চিকিৎসা করার মতো টাকা তার কাছে নেই৷

The post মাতালের কান্ড,সাপের ছোবল খেয়ে সাপকেই উল্টে কামড়ে দিল মানুষ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2K5F8nW

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez