Thursday, June 27, 2019

‘এপার-ওপার’ দুই বাংলার সাহিত্য উৎসবের দিন ঘোষণা

অরুণাভ রাহারায়, কলকাতা: সাহিত্যপ্রেমীদের কাছে ‘এপার-ওপার’ দুই বাংলার সাহিত্য উৎসবের কথা আজ আর অজানা নয়। এ বছর এই উৎসব তৃতীয় বর্ষে পা দিতে চলেছে। ২০১৭ সালে বাংলা আকাদেমি সভাঘরে উৎসবের কবি সুবোধ সরকার সূচনা করেছিলেন। পশ্চিমবঙ্গের কবিদের পাশাপাশি বাংলাদেশের বিশিষ্ট কবিরাও আমন্ত্রিত হন এই উৎসবে।

বৃস্পতিবার উৎসবের দিন ঘোষণা হল। এবার উৎসব অনুষ্ঠিত হবে ১২, ১৩, ১৪, ১৬ এবং ১৮ জুলাই রবীন্দ্রসদন চত্বরে। উৎসবের দামামা বাজতেই কর্মকর্তাদের মধ্যে তৎপরতা লক্ষ্য করা গিয়েছে। প্রতিবারের মতো এবারও থাকছে বিভিন্ন প্রেক্ষাগৃহ জুড়ে কবিতাপাঠ ও সাহিত্য বিষয়ক আলোচনা সভা। প্রথম বছর এই উৎসবে ভাস্কর চক্রবর্তী সম্মান পেয়েছিলেন প্রয়াত কবি পৌলোমী সেনগুপ্ত। এছাড়া তুষার চৌধুরী সম্মান পেয়েছিলেন বাংলাদেশের বিশিষ্ট কবি শামীম রেজা। এবারও দুজন কবি সম্মানিত হবেন।

উৎসব প্রসঙ্গে সাধারণ সম্পাদক সৌরভ চন্দ্র বলেন, “বিগত দুই বছরের মতো এ বছরও রবীন্দ্রসদন চত্বরে, শিশির মঞ্চ, অবনীন্দ্র সভাঘরে ‘এপার-ওপার’ দুই বাংলার সাহিত্য উৎসব অনুষ্ঠিত হতে চলেছে। অংশগ্রহণ করবেন প্রায় ৪০০ জন। বাংলাদেশ থেকে আসছে ১০ জন বিশিষ্ট কবি। প্রতিদিনই নন্দন চত্বর উৎসবের আনন্দে ও বন্ধুত্ব বিনিময়ে মুখরিত থাকবে।”

সহজ, ঘাসের আড্ডা, শব্দসাঁকো, ৯ নম্বর সাহিত্য পাড়া লেন, কথাস্বপ্ন– এই কয়েকটি লিটল ম্যাগাজিনের উদ্যোগে আয়োজিত হয়েছে উৎসব। শুধুমাত্র কয়েকটি ছোট পত্রিকার সম্মিলিত আয়োজনে এমন বৃহত্তর সাহিত্য উৎসব দুই বাংলায় বিরল।

The post ‘এপার-ওপার’ দুই বাংলার সাহিত্য উৎসবের দিন ঘোষণা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2ZWp6mR

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez