নয়াদিল্লি: দ্বিতীয় মোদী সরকারের নয়া মন্ত্রিসভার সম্ভাব্য মন্ত্রীদের নাম নিয়ে এখনও জল্পনা চলছে৷ এই মাঝে একটি নাম চূড়ান্ত হয়ে গিয়েছে বলে খবর৷ তিনি অরবিন্দ সাওয়ন্ত৷
বিজেপির দীর্ঘদিনের সহযোগী দল শিবসেনার সাংসদ অরবিন্দ সাওয়ন্ত৷ তাঁকে মন্ত্রিসভায় ঠাঁই দিয়েছেন মোদী-শাহ জুটি৷ শিবসেনা নেতা সঞ্জয় রাউত নিজে সংবাদিকদের একথা জানান৷ বলেন, উদ্ধভ ঠাকরে নিজে অরবিন্দের নাম প্রস্তাব করেছিলেন৷ বিজেপি তাতে কোনও আপত্তি জানায়নি৷ বৃহস্পতিবারই অরবিন্দ মন্ত্রী হিসাবে শপথ নেবেন৷
বিস্তারিত আসছে…
The post MODI 2.0: শিবসেনা থেকে মন্ত্রিসভায় ঠাঁই অরবিন্দ সাওয়ন্তের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2Xhjoeq
No comments:
Post a Comment