Wednesday, May 29, 2019

Breaking News: সিবিআই দফতরে হাজির হলেন অর্ণব ঘোষ

স্টাফ রিপোর্টার, কলকাতা: বুধবার সকালে সিবিআই দফতরে হাজির হলেন অর্ণব ঘোষ৷ বিধাননগর কমিশনারেটের তৎকালীন গোয়েন্দা প্রধান অর্ণব ঘোষকে মঙ্গলবারই নোটিশ দিয়ে তাকে তলব করে সিবিআই৷

সারদাকাণ্ডে তদন্তের সময় সক্রিয় ছিলেন অর্ণব ঘোষ৷ সারদাকাণ্ডে সিট-এর অন্যতম সদস্য হিসাবে তদন্তের পরিচালনা করেছিলেন তিনি৷ তার থেকেই এই তদন্ত সংক্রান্ত প্রশ্ন সিবিআই আধিকারিকরা জানার চেষ্টা করবেন বলে মনে করা হচ্ছে৷ তার বয়ান রেকর্ড করা হতে পারে বলে জানা যাচ্ছে৷ পাশাপাশি এই তদন্তে রাজীব কুমারের কী ভূমিকা ছিল তাও জানতে চাওয়া হবে আইপিএস অর্ণব ঘোষের থেকে৷

বিভিন্ন তথ্য প্রমাণ সামনে রেখে, লাল ডায়েরি থেকে শুরু করে সারদাকাণ্ডে তদন্ত পরিচালনায় তাঁর ভূমিকা কী ছিল, তাঁকে তদন্তের ইন্সট্রাকশন কে দিতেন, এই সব যাবতীয় প্রশ্নের উত্তর অর্ণব ঘোষের থেকে জানার চেষ্টা করবেন সিবিআই গোয়েন্দারা৷

গতকালই সারদায় একাধিক তদন্তকারী আধিকারিককে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)৷ বুধবারই তাঁদেরকে সিজিও কমপ্লেক্স অর্থাৎ সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়। এদের মধ্যে আইপিএস অফিসার অর্নব ঘোষের নামও রয়েছে বলে জানা যায়৷ অর্ণব ঘোষ তৎকালীন সিটের প্রধান রাজীব কুমারের ঘনিষ্ঠ বলেই পরিচিত। এছাড়াও তৎকালীন রাজ্য পুলিশের সারদার তদন্তকারী অফিসার দিলীপ হাজরাকেও ডাকা হয়েছে৷ এমনটাই সিবিআই সূত্রের খবর৷

এদিকে, রাজীবের আগামি জামিন আটকাতে আজ সকালে সিবিআইয়ের একটি টিম সিজিও কমপ্লেক্স থেকে বের হয়৷ সূত্রের খবর, সিবিআইয়ের এক আধিকারিক ও আইনজীবী বারাসাত কোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছেন৷

প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের গ্রেফতার নিয়ে তৎপর সিবিআই৷ ওই আইপিএস অফিসার কোথায় আছেন তা নিয়ে এখন তোলপাড় রাজ্য৷ একসময়ের দাপুটে অফিসার এখন অন্তরালে৷ তাঁর গ্রেফতারি নিয়ে আইনি পরামর্শ নিচ্ছেন সিবিআই অফিসাররা৷ মঙ্গলবার কলকাতায় আসেন সিবিআই এর যুগ্ম ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তব। তিনি সিজিও কমপ্লেক্সের সিবিআই দফতরে এসে এখানকার কর্মরত অফিসারদের সঙ্গে বৈঠক করেন বলে জানা যায়৷

এদিকে এদিন দুপুরে বিধাননগর কমিশনারেটের অন্তর্গত বিধাননগর দক্ষিণ থানার এসআই আর আই মোল্লা হাজির হন সিজিওতে৷ সারদা মামলা সংক্রান্ত বেশ কিছু তথ্য নিয়ে তিনি সেখানে হাজির হয়েছেন বলে মনে করা হচ্ছে৷

The post Breaking News: সিবিআই দফতরে হাজির হলেন অর্ণব ঘোষ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2I4ASnX

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez