সুরাত: বুথ ফেরত সমীক্ষা থেকে লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল, সর্বত্রই মোদী ঝড়৷ আর এই মোদী ঝড়ে ভরসা করেই গেরুয়া শিবিরে যোগ দিচ্ছে বিভিন্ন দলের বিধায়ক, কাউন্সিলর থেকে কর্মী সমর্থকেরা৷ চলছে মোদীর জয়জয়কার৷ আর সেই জয়ধ্বনিকে অক্সিজেন দিতে বাজারেও নিত্য নতুন চমক৷ মোদী পোশাক থেকে মোদী মিষ্টি৷ তালিকায় একের পর এক সংযোজন৷ আর এবার সেই তালিকাকেই দীর্ঘ করতে যুক্ত হল মোদী কুলফি৷
সুরাতে মোদী সীতাফল কুলফির চাহিদা এখন তুঙ্গে৷ জানা যাচ্ছে, গুজরাতের বিবেক আজমেরার আইসক্রিম পার্লার রয়েছে সুরাতে৷ সেখানেই মোদীর মুখের ছবি দেওয়া এই নতুন ধরণের কুলফি রমরমিয়ে বিক্রি হচ্ছে৷ তবে এই স্পেশাল কুলফি বিক্রি হবে মোদীর প্রধানমন্ত্রী পদে শপথগ্রহণ পর্যন্ত, অর্থাৎ ৩০মে বৃহস্পতিবার পর্যন্তই৷
আজমেরা জানাচ্ছেন, এই মোদী সীতাফল কুলফির চাহিদা এই মুহূর্তে সুরাতে তুঙ্গে৷ তবে তার পিছনে আরও একটি কারণও রয়েছে৷ লোকসভা নির্বাচনে ফের বিজেপির জয়ে পঞ্চাশ শতাংশ ছাড়ও রয়েছে এই মোদী কুলফিতে৷
জানা গিয়েছে, ১০০ শতাংশ প্রাকৃতিক উপাদানেই তৈরি করা হয়েছে এই কুলফি৷ এবং সেই সঙ্গে কোনও এসেন্সও দেওয়া হয়নি এতে৷
The post প্রচুর ছাড়ে বাজারে হাজির বিবেকের ‘মোদী সীতাফল কুলফি’ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2I5nOi8
No comments:
Post a Comment