Wednesday, May 29, 2019

চারে নেমে শতরান, রাহুলকে প্রশংসায় ভরিয়ে দিলেন মুগ্ধ কোহলি

কার্ডিফ: বিশ্বকাপে চার নম্বর পজিশন নিয়ে দুশ্চিন্তা পুরোপুরি দূর হল কিনা, সেটা সময় বলবে। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে চার নম্বরে রাহুলের ব্যাটিং মুগ্ধ করেছে বিরাট কোহলিকে। তাই কার্ডিফে মঙ্গলবার ম্যাচ জয়ের পর লোকেশ রাহুলকে প্রশংসায় ভরিয়ে দিলেন ভারত অধিনায়ক।

ব্যাটিং লাইন আপে চার নম্বর কে হবেন, মেগা ইভেন্ট শুরুর আগে ভারতীয় দলে সবচেয়ে চর্চিত সমস্যা ছিল এটাই। দীর্ঘদিনের সমস্যা মিটিয়ে এদিন কার্ডিফের সোফিয়া গার্ডেনে কর্ণাটকী ব্যাটসম্যানের ঝকঝকে শতরান আশ্বস্ত করল বিরাট কোহলিকে। গুরুত্বপূর্ণ চার নম্বর পজিশনের কথা মাথায় রেখে অল-রাউন্ডার বিজয় শংকরকে ইংল্যান্ড-ওয়েলসের মাটিতে নিয়ে যায় দু’বারের চ্যাম্পিয়নরা। কিন্তু প্রথম প্রস্তুতি ম্যাচের আগে বিজয়ের চোট সুযোগ করে দেয় রাহুলকে। কিউয়িদের বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচে ব্যর্থ হলেও বাংলাদেশের বিরুদ্ধে নিজেকে প্রমাণ করলেন রাহুল।

তাই মঙ্গলবার বাংলাদেশকে ধরাশায়ী করার পর কোহলি জানান, ‘ম্যাচের সবচেয়ে ইতিবাচক দিক চার নম্বরে রাহুলের ব্যাটিং। ও একজন দুরন্ত ব্যাটসম্যান যে স্কোরবোর্ডকে সবসময় সচল রাখে। এমএস ও হার্দিকও দুরন্ত ব্যাটিং করেছে।’ কোহলির আরও সংযোজন, ‘প্রস্তুতি ম্যাচ থেকে আমরা যা চেয়েছিলাম সেটা পেয়েছি। শেষ ১৫ ওভার ভীষণই চ্যালেঞ্জিং ছিল আমাদের কাছে।’

এদিন দলের দুই ওপেনার ফের ব্যর্থ হলে ব্যাট হাতে চার নম্বরে নামেন রাহুল। ১২টি চার ও ৪টি ছয় সহযোগে তাঁর ৯৯ বলে ১০৮ রান ভারতকে ৩৫৯ রানের বিরাট স্কোর করার ভিত গড়ে দেয়। অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে ৩৩ রান এবং পরবর্তীতে এমএস ধোনির সঙ্গে রাহুল মূল্যবান ১৬৪ রানের পার্টনারশিপ গড়েন। স্বাভাবিকভাবেই গত একবছর ধরে ঘুরিয়েফিরিয়ে ১২ জনকে ব্যবহার করার পর বিশ্বকাপের প্রাক্কালে চার নম্বরে নেমে রাহুলের শতরানে স্বস্তি কোহলি সহ গোটা দলের।

তবে শুধু ব্যাটসম্যানরাই নন। বাংলাদেশকে হারিয়ে কোহলির প্রশংসা কুড়িয়ে নিলেন দলের বোলাররাও। ২০১৯ আইপিএলে ব্যর্থ মরশুম শেষের পর এদিন কুলদীপের ৩ উইকেটে স্বস্তি ভারতীয় ড্রেসিংরুমে। পাশাপাশি ৩ উইকেট নিয়ে উপুর্যপরি সহযোগীতা করলেন লেগ-স্পিনার যুবেন্দ্র চাহাল। বুমরাহ পেলেন ২ উইকেট। বোলিং বিভাগের প্রশংসা করে কোহলি জানান, ‘শুধু ব্যাটিং নয়, বোলিংটাও আমরা ভালো করেছি। বুমরাহ আমাদের ব্রেক থ্রু দিয়েছে একইসঙ্গে কুলদীপ-চাহালের সংগ্রহে ৬ উইকেট।’

একইসঙ্গে বিশ্বকাপের আসন্ন ম্যাচগুলোতে পিচের ফ্ল্যাট চরিত্র নিয়ে সামান্য উদ্বিগ্ন কোহলি। প্রাথমিকভাবে পিচে সিম ও স্যুইং থাকলেও দ্বিতীয় ইনিংসে বল টার্ন করবে। যা অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত যে কোনও দলের জন্য, জানান ভারত অধিনায়ক।

The post চারে নেমে শতরান, রাহুলকে প্রশংসায় ভরিয়ে দিলেন মুগ্ধ কোহলি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2W818HI

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez