Friday, May 31, 2019

বিশ্বকাপে ইতিহাস ইমরান তাহিরের

লন্ডন: আইসিসি বিশ্বকাপে অনন্য নজির গড়লেন ইমরান তাহির৷ কেনিংটন ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এমন ইতিহাস গড়লেন দক্ষিণ আফ্রিকার লেগ-স্পিনার, যা ছোঁয়া কখনই সম্ভব নয়৷

ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের প্রথম ওভারেই তাহিরের হাতে বল তুলে দেন প্রোটিয়া অধিনায়ক ফ্যাফ ডু’প্লেসি৷ প্রথম বলটি করার সঙ্গে সঙ্গেই রেকর্ড বইয়ে চিরস্থায়ী জায়গা করে নেন তাহির৷ বিশ্বকাপের ইতিহাসে টুর্নামেন্টর প্রথম ওভারে বল করা প্রথম ও একমাত্র স্পিনার তিনি৷ পরবর্তী সময়ে অন্য কোনও স্পিনারকে দেখা যেতে পারে প্রথম ম্যাচের প্রথম ওভারেই বল হাতে৷ তবে বিশ্বকাপের ইতিহাসে প্রথম স্পিনার হিসাবে এমনটা করার কৃতিত্ব থাকবে তাহিরের নামেই৷

আরও পড়ুন: বিশ্বকাপের প্রথম ম্যাচেই রেকর্ড গড়লেন মর্গ্যান

এর আগে ১১টি বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচের প্রথম বলটি করেছিলেন কোনও না কোনও পেসার৷ ১৯৯২ বিশ্বকাপে নিউজিল্যান্ডের অপস্পিনার দীপক প্যাটেল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নতুন বলে দৌড় শুরু করেছিলেন বটে, তবে সেটি ছিল ইনিংসের দ্বিতীয় ওভার৷ প্রথম ওভারে কোনও স্পিনার এখনও পর্যন্ত বল করেনি বিশ্বকাপের প্রথম ম্যাচেই৷

১৯৭৫ সালে উদ্বোধনী বিশ্বকাপে প্রথম বলটি করেছিলেন ভারতীয় পেসার মদন লাল৷ ১৯৭৯ সালে বিশ্বকাপের প্রথম বল করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের অ্যান্ডি রবার্টস৷ ১৯৮৩ বিশ্বকাপের প্রথম বল করেছিলেন নিউজিল্যান্ডের কিংবদন্তি রিচার্ড হ্যাডলি৷ ১৯৮৭ বিশ্বকাপের উদ্বোধনী ডেলিভারিটি এসেছিল শ্রীলঙ্কান পেসার ভিনোতেন জনের হাত থেকে৷

আরও পড়ুন: নেটে যখন অফ-স্পিনার কোহলি

১৯৯২ বিশ্বকাপের প্রথম বল করেন অস্ট্রেলিয়ার ক্রেগ ম্যাকডারমট৷ ১৯৯৬ সালে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নতুন বল নিয়ে দৌড় শুরু করেছিলেন ইংল্যান্ডের ডমিনিক কর্ক৷ ১৯৯৯ বিশ্বকাপের প্রথম বলটি করেন আরও এক ব্রিটিশ পেসার ডারেন গফ৷ ২০০৩ বিশ্বকাপে বোলিং শুরু করার দায়িত্ব পড়ে প্রোটিয়া পেসার শন পোলকের কাঁধে৷

২০০৭ বিশ্বকাপে পাক পেসার উমর গুল উদ্বোধনী ম্যাচের প্রথম বলটি করেন৷ ২০১১ বিশ্বকাপে বাংলাদেশের শফিউল ইসলাম প্রথম বলটি ডেলিভার করেন৷ ২০১৫ সালে বিশ্বকাপের প্রথম বলটি করেন শ্রীলঙ্কার নূয়ান কুলশেখরা৷ শ্রীলঙ্কান পেসার কাকতলীয়ভাবে আগের বিশ্বকাপের (২০১১) শেষ বলটিও করেছিলেন৷ ফাইনালে ধোনি তাঁকে ছক্কা মেরে বিশ্বকাপজয় নিশ্চিত করেছিলেন৷

আরও পড়ুন: বিশ্বকাপে মাইক্রোফোন হাতে অভিষেক সচিনের

এবার ইমরান তাহির বিশ্বকাপের প্রথম বলটি করেন৷ অধিনায়ককে হতাশও করেননি তিনি৷ কারণ, দ্বিতীয় বলেই তিনি তুলে নেন জনি বেয়ারস্টোর উইকেট৷

The post বিশ্বকাপে ইতিহাস ইমরান তাহিরের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2EKgh7g

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez