Friday, May 31, 2019

সম্প্রীতির বার্তা: মুসলিম ড্রাইভারের হয়ে রোজা রাখলেন হিন্দু মালিক

মুম্বই: এ এক অন্যরকম ছবি, যেখানে একজনের হয়ে অন্যজন রাখলেন রোজা৷ এই ছবি ধরা পড়ল মহারাষ্ট্রের বুলধানা এলাকায়৷ এই জায়গার ডিভিশনাল ফরেস্ট অফিসার সঞ্জয় এন মালি তাঁর ড্রাইভারের পরিবর্তে পালন করলেন রোজা৷ কিন্তু কেন? সেখানেই লুকিয়ে রয়েছে আসল গল্প৷

সংবাদ সংস্থা এএনআই-এ এই খবর প্রকাশিত হয়৷ আর সেখান থেকেই জানতে পারা গিয়েছে যে, সঞ্জয়ের ড্রাইভার হলেন জাফর৷ যার রোজা চলছে৷ গত ৬মে কথায় কথায় সঞ্জয় জাফরকে জিজ্ঞেস করেন জাফর রোজা রাখবেন কি না৷ উত্তরে জাফর জানান, সে ডিউটিতে রয়েছে আর তার শরীরও রোজা রাখার মতো অবস্থায় নেই৷ এই কথা শুনে সঞ্জয় জানান, জাফরের পরিবর্তে তিনিই এই রোজা পালন করবেন৷ আর সেই কথা মতো কাজও করলেন বুলধানার এই ডিভিশনাল ফরেস্ট অফিসার৷ আর তার রোজার ছবিই উঠে এল ওই সংবাদ মাধ্যমে৷

একদিকে যেমন মুসলমান ড্রাইভারের জন্য হিন্দু রোজা রাখলেন৷ তেমনই আবার এর বিপরীত ছবিও ধরা পড়েছে এই দেশেই৷ চলতি মাসেই জানা যায়, রোজা ভেঙে হিন্দুর প্রাণ বাঁচান দুই মুসলিম৷ কীভাবে? আসামের হাইলাকান্দি জেলায় সাম্প্রদায়িক সংঘর্ষ হয়েছিল। সেখানে কারফিউ চলছিল। বিবিসি খবরে প্রকাশিত হয়, অসমের বিশ্বনাথ চরিয়ালির বাসিন্দা অনিল বোরা তার ৮২ বছর বয়সী মা, রেবতী বোরাকে নিয়ে হাসপাতালে এসেছিলেন। কিছু পরীক্ষার পরে জানা যায় তাকে জরুরি ভিত্তিতে রক্ত দিতে হবে। মিসেস বোরার রক্তের গ্রুপ বি নেগেটিভ। সেই রক্ত খুঁজে পাওয়া যাচ্ছিল না। ফেসবুকের মাধ্যমে একটি স্বেচ্ছায় রক্তদান সংগঠনের সঙ্গে অনিল বোরার যোগাযোগ হয় শোনিতপুরের বাসিন্দা মুন্না আনসারির সঙ্গে। গত রবিবার আনসারি রোজা ভেঙ্গে রক্ত দিয়েছেন রেবতী বোরাকে।

আনসারি বলেন, “আমাকে যখন প্রথম রক্ত দিতে হবে বলা হল, আমি সঙ্গে সঙ্গেই রাজী হয়ে গিয়েছিলাম। যে স্বেচ্ছাসেবী সংগঠনটি আমাকে ফোন করেছিল, আমি নিজেও তার সদস্য।” একইসঙ্গে তিনি বলেছেন ,”ওরা আমাকে বলে ভেবে দেখ, রোজা ভাঙ্গতে হবে কিন্তু। আমি বলেছিলাম রোজা ভাঙ্গতে হলে হবে। তবে যদি রাতে রক্ত দিলে কাজ হয়, তাহলে রোজার শেষেই হাসপাতালে যাব, আর না হলে রোজা ভেঙ্গে দেব!” প্রথমে আনসারিকে জানানো হয় যে রাতে রক্ত দিলেও চলবে। পরে জানানো হয় সকালেই রক্ত দিতে হবে। তখন রোজা ভেঙ্গে হাসপাতালে গিয়ে রক্ত দিয়ে আসেন মি. আনসারি। অনিল বোরা বলছেন, “রোজা ভেঙ্গে তিনি যেভাবে আমার মায়ের জীবন বাঁচিয়েছেন, তার জন্য ওর কাছে আমরা কৃতজ্ঞ।”

The post সম্প্রীতির বার্তা: মুসলিম ড্রাইভারের হয়ে রোজা রাখলেন হিন্দু মালিক appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2XcRsbC

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez