নয়াদিল্লি: নির্বাচন আসন্ন হওয়ায় পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে পারেনি মোদী সরকার। তাই দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর ফের বাজেট পেশ করতে হবে মোদী সরকারকে।
সূত্রের খবর জুলাইয়ের প্রথম সপ্তাহেই বসছে দ্বিতীয় এনডিএ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন। যাতে প্রাধান্য পেতে চলেছে কৃষি এবং কর্মসংস্থান।
আগের সরকারে অর্থমন্ত্রী থাকা অরুণ জেটলি এবার আর নেই মন্ত্রিসভায়। নতুন অর্থমন্ত্রী কে হবেন তাও জানা যায়নি এখনও। যদিও অমিত শাহ নতুন অর্থমন্ত্রী হতে পারেন বলে শোনা যাচ্ছে।
আগের বাজেটের সময়েই মোদী জানিয়েছিলেন যে এটা শুধুই ট্রেলার। অর্থাৎ ক্ষমতায় ফিরলে নতুনভাবে বাজেট পেশ হবে বলে জানিয়েছিলেন তিনি।
যদিও নির্বাচনের আগের বাজেটটাই সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল মোদীর জন্য। করমুক্ত আয়ের উর্দ্ধসীমা পাঁচ লক্ষ করার দাবি ছিল দীর্ঘ কয়েক দশক ধরে। বাজেটে সেই দাবি পূরণ করা হয়। সেটা ছিল অন্তবর্তী বাজেট। তাই বাজেটের ট্রেলার বলে উল্লেখ করেছিলেন মোদী। লোকসভা নির্বাচনের পর এই বাজেট দেশকে উন্নয়নের পথে নিয়ে যাবে বলেও আশ্বাস দিয়েছিলেন তিনি।
এবার ফের ক্ষমতায় ফিরেছেন মোদী। তৈরি হয়েছে দ্বতীয় মোদী সরকার। বিজেপিই শুধু পেয়েছে ৩০০-র বেশি আসন। তাই এবার বাজেটে তিনিও মানুষের ভরসার মর্যাদা রাখবেন, এমনটাই আশা দেশবাসীর।
উল্লেখ্য, মোদীর শাসকালের শেষ দিকে সরকারি কর্মচারীদের জন্যে বড় কিছু ঘোষণা করতে পারে বলে ইঙ্গিত মিলেছিল। কিন্তু শেষমেশ কিছুই মেলেনি। যাতে সরকারি কর্মীদের কার্যত আশাভঙ্গ হয়। এরপর নির্বাচনে কমিশনের আচরণ বিধি লঙ্ঘন হয়ে যাওয়াতে কিছগুই ঘোষণা করা যায়নি। কিন্তু ভোট মিটলেই সরকারি কর্মীদের জন্যে বড় কিছু ঘোষণা মোদী সরকার করতে পারে বলে ইঙ্গিত দিয়েছিল বিজেপি।মনে করা হচ্ছে দ্বিতীয় বারে ক্ষমতায় মোদী ফিরলেই সপ্তম বেতন কমিশনের সুপারিশ মতো বড় ঘোষণা করা হতে পারে।
The post জুলাইতে পেশ হবে মোদী সরকারের পূর্ণাঙ্গ বাজেট appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2EKc7fU
No comments:
Post a Comment