সৌপ্তিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা: আট বছর গিয়েছে। ক্ষমতার শীর্ষে থাকা থেকে শুরু করে ঘাস ফুলের নৌকা ডুবু ডুবু অবস্থা। দুর্ভাগ্য, এই আটটি বছরে তৃণমূলের সরকারী কর্মচারীদের মন তিনি কখনই পাননি।
২০১১-র বিধানসভা ভোটে যা হয়েছিল, ২০১৯-এও তাই হয়েছে। পোস্টাল ব্যালটে এগিয়ে থেকেছে কখনও বাম, কখনও রাম। ঘাস ফুলের দিকে ফিরেও তাকায়নি সরকারী কর্মচারী। ফল, চরমে পৌঁছে যাওয়া সরকারী কর্মচারী সংগঠনের ক্ষোভ।
সরাসরি পরিসংখ্যানে নজর রাখা যাক। ২০১১ সাল, তৃণমূল কংগ্রেস সেই বছরই ৩৪ বছরের বাম সরকারের পতন ঘটিয়ে রাজ্যের ক্ষমতায় আসে। সেই বছর তৃণমূল কংগ্রেস একাই ১৮৪ টি আসন পেয়েছিল, সেখানে ক্ষমতাচ্যুত বাম জোটের সাকুল্যে আসন ছিল ৬২টি, কংগ্রেস ৪২টি আসন পেয়েছিল। সবমিলিয়ে গোহারা হেরেছিল বামেরা। এই অবস্থায় সারা রাজ্যের প্রায় ৩৯ শতাংশ ভোট ব্যাঙ্ক ছিল তাদের দখলে।
এই চূড়ান্ত সবুজ ঝড়েও পোস্টাল ব্যালট কথা বলেছিল বামেদের হয়েই। দেখা যাচ্ছে ২৯৪ বিধানসভা আসনের মধ্যে ২৬৩টি আসনে পোস্টাল ব্যালটে এগিয়ে ছিল বামফ্রন্ট। ২২ টি আসনে এগিয়ে ছিল তৃণমূল, চারটি আসনে আগিয়ে ছিল গোর্খা জনমুক্তি মোর্চা, সমাজবাদী পার্টি এগিয়েছিল তিনটি পোস্টাল ব্যালটে। দুটি পোস্টাল ব্যালটে সমান সমান ভোট পেয়েছিল বাম, তৃণমূল।
জাম্পকাট টু ২০১৯, লোকসভা নির্বাচন। তৃণমূলের রাজ্যের লোকসভা আসনে ভরাডুবি। ৩৪ থেকে তাদের আসন কমে দাঁড়িয়েছে ২২-টিতে, ১৮টি আসন গিয়েছে বিজেপির দখল। দুটি কংগ্রেস, বামেরা শূন্য। এই ৪২টি আসনের ৩৯টিতেই এগিয়ে ছিল রাজ্যে ক্ষমতায় আসার সম্ভাবনা প্রবল করে ফেলা বিজেপি।
পোস্টাল ব্যালটে দেখা যাচ্ছে এখানেও বিয়াল্লিশে ৪২ তো হয়েইনি ঘাস ফুলের উলটে আর একটু হলে পোস্টাল ব্যালটের রসগোল্লাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের হাতেই উঠত। তারা এগিয়ে ছিল মাত্র দুটি আসনের পোস্টাল ব্যালটে।
এই আট বছরে বামেদের ভোট রামেদের খাতায় স্যুইং হওয়ার মতোই পোস্টাল ভোটেও তাই হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে এই ভোট শুধু মাত্র হাওয়ায় পদ্মের দিকে যায়নি। শুক্রবার সরকারী কর্মচারী সংগঠনগুলির অশিক্ষা কর্মীদের আন্দোলনে তা স্পষ্ট হয়ে গেল। অশিক্ষা কর্মচারী সংগঠনের পক্ষ থেকে সোজাসুজি বলা হল, ডিএ না দেওয়ার জন্য তারা পোস্টাল ব্যালটে দেখিয়ে দিয়েছেন তৃণমূল সরকারের প্রতি তারা কতটা ক্ষুব্ধ। রাজ্য সরকারের বিপক্ষেই ভোট দিয়েছেন বেশিরভাগ রাজ্য সরকারী কর্মচারী।
রাজনৈতিক বিশ্লেষকরা আবার অন্য অঙ্ক দেখিয়ে বলছেন, সরকারী কর্মচারীদের মধ্যে বিজেপির সংগঠন এখনও মোটেই শক্ত নয়। সেখানে এখনও বেশ শক্ত বামেদের খুঁটি। মনে করা হচ্ছে, সেই তৃণমূল বিরোধী সরকারী কর্মচারীদের ভোট রাজ্য সরকারকে ধাক্কা দিতে বিজেপির পক্ষে গিয়ে পড়েছে।
এই আগুনে ঘি-য়ের ছিটে দিয়েছে ডি.এ বৃদ্ধি না হওয়া। ফল চরম কর্মী অসন্তোষ, শুক্রবার ষষ্ঠ পে-কমিশনের দাবিতে কমিশনের চেয়ারম্যান অভিরূপ সরকারের কুশ পুত্তলিকা দহন এবং ১৫ দিনের সময় দেওয়া রাজ্য সরকারকে। এতেও কাজ না হলে আরও বড় আন্দোলনের আগাম পূর্বাভাস।
প্রসঙ্গত মাঝে ২০১৬ সালের যে বিধানসভা নির্বাচন হয়েছিল তখন রাজ্যে ক্ষমতার মধ্য গগনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেখানেও পোস্টাল ব্যালটের ভোট পায়নি তাঁর দল। বেশিরভাগ আসনেই এগিয়ে ছিল বাম এবং হাতের জোট।
The post আট বছর ধরে সরকারী কর্মচারীদের মন ভোলাতে ব্যর্থ মমতা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2KitXtY
No comments:
Post a Comment