Friday, May 31, 2019

নির্বাসিত নাইট তারকা, প্রশ্নের মুখে বিসিসিআই

মুম্বই: প্রশ্নের মুখে ভারতীয় বোর্ডের শৃঙ্খলারক্ষার বিষয়ে জিরো টলারেন্স পলিসি৷ প্রকারান্তরে বিসিসিআই-এর বিরুদ্ধে পক্ষপাতদুষ্টতা ও দ্বি-চারিতার অভিযোগও উঠতে শুরু করল বোর্ডের অন্দরমহলেই৷

আরও পড়ুন: রানির সঙ্গে সাক্ষাত বিরাটের, কোহিনূর ফিরিয়ে আনার আবদার নেটিজেনদের

কলকাতা নাইট রাইডার্স তথা উত্তরপ্রদেশের তরুণ অলরাউন্ডার রিঙ্কু সিংকে শাস্তি দিয়ে ভারতীয় ক্রিকেটের তরুণ প্রজন্মের কাছে কড়া বার্তা দিতে চেয়েছে বোর্ড৷ তবে একই অপরাধ করে কীভাবে দিল্লির তথা জাতীয় অনূর্ধ্ব-১৯ দলের উইকেটকিপার-ব্যাটসম্যান অনূজ রাওয়াত ছাড়া পেয়ে গেলেন, তা নিয়ে ছবিটা স্পষ্ট করতে পারেনি বিসিসিআই৷ বোর্ড কর্তাদের একাংশ মনে করেন কোনও সতর্কবার্তা ছাড়াই প্রথমবারের অপরাধে রিঙ্কুকে শাস্তি দেওয়া উচিত হয়নি বিসিসিআইয়ের৷ শাস্তি যদি দিতেই হয়, তবে নিয়ম সবার জন্য সমান হওয়া উচিত৷ সেক্ষেত্রে অনূজ রাওয়াত ও ইরফান পাঠানকেও নির্বাসিত করা উচিত ছিল বোর্ডের৷

আরও পড়ুন: এবার বিশ্বকাপ জয়ের যথেষ্ট সম্ভাবনা রয়েছে টিম ইন্ডিয়ার: শীর্ষেন্দু মুখোপাধ্যায়

আইপিএলের ঠিক পরেই বিসিসিআই-এর অনুমতি ছাড়া আবু ধাবিতে একটি অনুমোদনহীন টি-২০ লিগে অংশ নিয়েছিলেন রিঙ্কু সিং৷ ফলে সরাসরি ভারতীয় বোর্ডের নিয়মভঙ্গের অভিযোগ ওঠে রিঙ্কুর বিরুদ্ধে৷ পরে তরুণ ক্রিকেটেরকে তিন মাসের জন্য সব রকমের ক্রিকেট থেকে নির্বাসিত করে বিসিসিআই৷ রিঙ্কুকে তড়িঘড়ি ছেঁটে ফেলা হয় ভারতীয়-এ দল থেকেও৷ ১ জুন থেকে তাঁর এই নির্বাসনপর্ব শুরু হচ্ছে৷ শাস্তির মেয়াদ শেষ হবে অগস্টের শেষ পর্যন্ত৷

রিঙ্কুকে শাস্তি দিলেও শুধু মাত্র সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে অনূর রাওয়াত ও ইরফান পাঠানকে৷ অনূজ মরিশাসে একটি অনুমোদনহীন টি-২০ লিগে অংশ নিয়েছিলেন, যেখানে তাঁর সঙ্গে মাঠে নামতে দেখা যায় আইসিসি’র সন্দেহজনক ক্রিকেটারদের তালিকায় থাকা প্রাক্তন পাক তারকাকে৷

আরও পড়ুন: প্রোটিয়া ‘বধ’ করে বিশ্বকাপ অভিযান শুরু করল ইংল্যান্ড

ইরফানও বিসিসআই-এর অনুমোদন না নিয়েই ক্যারিবিয়ান প্রিমিয়র লিগের নিলামের জন্য নিজের নাম নথিভূক্ত করিয়েছিলেন৷ পরে অবশ্য বোর্ডের কাছ থেকে সতর্কবার্তা পেয়ে নাম তুলে নেন পাঠান৷

বোর্ডের জেনারেল ম্যানেজার (ক্রিকেট অপারেশন) সাবা করিমকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান যে, ইরফান যেহেতু টুর্নামেন্ট অংশ নেননি, তাই তাঁকে শাস্তি দেওয়ার প্রয়োজন বোধ করেনি বোর্ড৷ তবে রিঙ্কুকে শাস্তি দিয়ে তরুণ ক্রিকেটারদের স্পষ্ট বার্তা দিয়ে চেয়েছে বিসিসিআই৷

The post নির্বাসিত নাইট তারকা, প্রশ্নের মুখে বিসিসিআই appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2XilQB9

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez