স্টাফ রিপোর্টার , কলকাতা : ঝড় জলের বিশেষ সম্ভাবনা বুধবারেও নেই। সকালের পূর্বাভাসে স্পষ্ট করে দিল আলিপুর আবহাওয়া দফতর। বজায় থাকবে অস্বস্তিকর গরম, দুপুরের দিকে সূর্যের তাপ ভোগান্তি বৃদ্ধি করতে পারে।
বুধবার সকালে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশী। সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশী। আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৩ শতাংশ, সর্বনিম্ন ৫৭ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ ৩৭ থেকে সর্বনিম্ন ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
মঙ্গলবার সকালে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশী। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রী সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশী। আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৩ শতাংশ, সর্বনিম্ন ৫৬ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ ৩৭ থেকে সর্বনিম্ন ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
গত শনিবার সন্ধ্যায় ঝেঁপে বৃষ্টি হয় সঙ্গে ৭৮ কিলোমিটার বেগে কালবৈশাখী। তাতেও কোনও লাভ হয়নি। সকাল বেলার তাপমাত্রা কমের দিকে থাকলেও বেলা গড়াতেই ফের শুরু হয় মারাত্মক রকম অস্বস্তিকর গরম। আবহবিদরা জানাচ্ছেন, যে পরিমাণ মেঘ জমাট বেঁধেছিল তা থেকে পুরো বৃষ্টি হয়নি। সঙ্গে দক্ষিণ – পশ্চিমী বায়ু নাগারে প্রবেশ করছে কলকাতায় , ফলে রবিবার আর্দ্রতার পরিমাণ বেলা বাড়তেই বেশী করে অনুভূত হতে শুরু করে। সোমবার পেরিয়ে আজ মঙ্গলবার। আজও চাতক হয়েই থাকার সম্ভাবনা বেশী। জানাচ্ছে হাওয়া অফিস। মেঘের উতপত্তি হবে কিন্তু তা থেকে স্বস্তির বৃষ্টির সম্ভাবনা কম। সবমিলিয়ে কলকাতায় ঘর্মাক্ত গরমের লম্বা দৌড় চলবে।
The post স্বস্তি নেই, গরমের ইনিংস ক্রমে দীর্ঘ কলকাতায় appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2WhuRyh
No comments:
Post a Comment