স্টাফ রিপোর্টার, কলকাতা: কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করলেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার৷ বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে৷
এর আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে সাত দিনের সময় চেয়ে নিয়েছিলেন রাজীব কুমার৷ কিন্তু সেই সময় দিতে চায়নি সিবিআই৷ এবং জানা যায়, ফের ২-১ দিনের মধ্যেই নোটিস দিতে চলেছে সিবিআই৷ মঙ্গলবার বেলা গড়াতেই সিবিআই-এর একটি টিম পৌঁছে যায় ভবানী ভবনে৷
আরও পড়ুন: সময়ের আগে সিজিও কমপ্লেক্সে পৌঁছলেন অর্ণব ঘোষ
রাজীব কুমারকে এর আগে বহুবার নোটিশ পাঠানো হয়৷ বাধ্য হয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হয়৷ সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই নোটিশ পাঠায় সিবিআই৷ কিন্তু তারপরেও হাজির হননি রাজীব কুমার৷ তিনি সময় চেয়ে নেন৷ যদিও এতদিন সময় দিতে একেবারেই রাজি নয় সিবিআই৷ জেরার পর্ব দ্রুত সম্পন্ন করতে প্রস্তুত তারা৷ মঙ্গলবার ফের সিবিআই-এর একটি দল ভবানী ভবনে হাজির হয়৷
উল্লেখ্য, দেশের সমস্ত এয়ারপোর্টে রাজীব কুমারের নাম, ছবিও দিয়ে দেওয়া হয়েছে৷ কিন্তু রাজীব কুমারের অবস্থান এখনও ধোঁয়াশায়৷ তার গতিবিধি সম্পর্কে কোনও তথ্যই পাওয়া যাচ্ছে না৷ কার্যত সমগ্র বিষয় নিয়ে বাড়ছে জটিলতা৷
এদিন মঙ্গলবার সকালে, সারদা কাণ্ডের প্রথম তদন্তকারী অফিসার, প্রভাকর নাথকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই৷ রাজ্য সরকার সারদা কাণ্ডে যখন প্রথম সিট গঠন করে, তখন তদন্তকারী অফিসার ছিলেন এই প্রভাকর নাথ৷ এর আগেও এঁকে ডেকে পাঠানো হয়েছিল৷ মঙ্গলবার সকালে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয় তাঁকে৷ সিবিআইয়ের নোটিশের প্রেক্ষিতে সকালেই সিবিআই দফতরে যান প্রভাকর নাথ৷
The post অবশেষে হাইকোর্টে আগাম জামিনের আবেদন রাজীব কুমারের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2EKq3Xb
No comments:
Post a Comment