শ্রীনগর: নিয়মে পরিণত হয়েছে পাকিস্তানের যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন৷ রবিবার, জম্মু কাশ্মীরের নৌসেরা সেক্টরের নিয়ন্ত্রণ রেখার কাছে মর্টার সেল নিয়ে হামলা চালায় পাক বাহিনী৷
জানা গিয়েছে পাক বাহিনীর কাজের জবাব জবাব দিচ্ছে ভারতীয় সেনাও৷ তবে শেষ পর্যন্ত পাওয়া খবর থেকে হতাহত হয়নি বলেই জানা যাচ্ছে৷ এলাকায় কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা তা দেখতে জারি রয়েছে তল্লাশি অভিযান৷ আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা৷
আরও পড়ুন: বিহারে লাইনচ্যুত তপতী-গঙ্গা এক্সপ্রেসের ১৪টি কামরা
শনিবার ভোরে নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াই হয় একদল জঙ্গির। জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার তানিওয়াগা গ্রামের। জানা গিয়েছে, শুক্রবার গভির রাতে ওই গ্রামে জঙ্গিদের উপস্থিতির কথা জানতে পারে পুলিশ। সেই অনুযায়ী শুরু হয় অভিযান।
সমগ্র তানিওয়াগা গ্রাম ঘিরে রাখে সেনা এবং পুলিশের জওয়ানেরা। চলে তল্লাশি অভিযান৷ বৃহস্পতি এবং শুক্রবারের মধ্যেওই উপত্যকায় তিনটি এনকাউন্টা হয়৷ নিহত হয় ছয় জঙ্গি৷ মৃত জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয় তিনটি আমেরিকান এম-৪ স্নাইপার ও একে ৪৭ রাইফেল৷ ঘটনায় আরও একবার উঠে আসে পাক যোগ৷ সেনা সূত্রে জানা যায়, অত্যাধুনিক এম-৪ স্নাইপার পাকিস্তানে বেশি ব্যবহৃত হয়৷
The post নৌসেরায় যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন পাক সেনার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2I3eA7q
No comments:
Post a Comment