Saturday, March 30, 2019

রাতের শহরে উদ্ধার নগদ ১.৮৬ কোটি

পুদুচেরি: নগদহীন সমাজ গড়ার জন্য নানাবিধ প্রচেষ্টা চালিয়েছে মোদী সরকার। ডিজিটাল লেনদেন করার কথাও বলেছেন বিভিন্ন সময়ে। কিন্তু সপ্তদশ লোকসভা নির্বাচনের সময়ে দেখা যাচ্ছে ভিন্ন ছবি।

আরও পড়ুন- মিশন শক্তি’তে নজর রাখতে বঙ্গোপসাগরে উড়েছিল মার্কিন এয়ারক্রাফট, জল্পনা

দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হচ্ছে নগদ টাকা। আর সেই উদ্ধার হয়া টাকার পরিমাণ কিছু কম নয়। কোটি টাকার বেশি নগদও উদ্ধার হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। শহর কলকাতাতেও সাম্প্রতিককালে বিপুল নগদ টাকা উদ্ধারের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন- গুচ্ছ গুচ্ছ বানান ভুল, নরেন্দ্র মোদী বানানেও ভুল বঙ্গ বিজেপি’র

শুক্রবার রাতে তেমনই ঘটনার সাক্ষী থাকল দক্ষিণ ভারতের পুদুচেরি। কেন্দ্র শাসিত ওই অঞ্চল থেকে উদ্ধার করা হয়েছে এক কটি ৮৬ লক্ষ টাকা। সম্পূর্ণ টাকাটিই ছিল নতুন ৫০০ এবং ২০০০ টাকার নোটে পূর্ণ। কোথা থেকে এই বিপুল টাকা এল সেই সূত্র কিছু জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন- বেকারদের চাকরি ও সাধারণের মুখে ভাতের লক্ষ্যে লড়ছেন সিপিএম প্রার্থী

পুদুচেরির পুলিশ সুপার মারান জানিয়েছেন যে শুক্রবার রাতের দিকে গ্র্যান্ড বাজার এলাকা থেকে ওই বিপুল নগদ টাকা উদ্ধার হয়েছে। লোকসভা ভটের আগে নিয়ম মেনেই সমস্ত গাড়িতে তল্লাশি চালানো হচ্ছিল। সেই সময়েই ওই নগদ টাকা উদ্ধার হয়। টাকার উৎস সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি। সেই কারণেই সমস্ত টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। বিষয়টি সম্পর্কে আয়কর দফতরকে অবগত করা হয়েছে বলে জানিয়েছেন পুদুচেরির পুলিশ সুপার।

আরও পড়ুন- ভোটের মাঝেই রাজ্যে রামনবমীর মিছিল করবে বিশ্ব হিন্দু পরিষদ

পুদুচেরিতে একটি মাত্র লোকসভা আসন রয়েছে। আগামী ১৮ এপ্রিল ওই কেন্দ্রে নির্বাচনের ভোট গ্রহণ হবে। গণনা হবে এক মাসেরও বেশি সময় পরে ২৩ মে।

The post রাতের শহরে উদ্ধার নগদ ১.৮৬ কোটি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2V6KWlE

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez