Sunday, March 31, 2019

লক্ষ্মনে’র শক্তি শেল অতীত, তমলুকে প্রচারে ঢল জোড়াফুলের দিব্যেন্দু’র

স্টাফ রিপোর্টার, তমলুক: এবারের ভোটে আধিকারী গড়ে ফের মহারণ৷ নির্বাচনী ময়দানে ফের আসরে হলদিয়ার এককালের ‘বেতাজ বাদশাহ’ লক্ষ্মণ শেঠ৷ তবে পালটেছে পতাকার রং৷ কাস্তে হাতুড়ি, পদ্ম শিবির ঘুরে তিনি আপাতত হাতের মুঠি শক্ত করার লড়াইয়ে সামিল৷ তাঁকে তাচ্ছিল্য করলেও লক্ষ্মণের শেল সামলাতে প্রচারের ময়দান কাপাচ্ছেন অধিকারী পরিবারের মেজ ছেলে দিব্যেন্দু৷

আরও পড়ুন: ৫৬ জন নেতাই প্রধানমন্ত্রী হতে চায়, মহাজোটকে কটাক্ষ শিবসেনার

১৯৯৯ থেকে তমলুক লোকসভা সিপিএমের দখলে৷ দীর্ঘ দশ বছর বহু লড়াইয়ের পর তমলুক  দখল করেন শুভেন্দু অধিকারী৷ রাজ্য রাজনীতিতে পরিবর্তনের বীজ বপণের ইঙ্গিত তখন থেকেই৷ এরপর ২০১৬-র বিধানসভা ভোটে মমতা তাঁর বিশ্বস্ত শুভেন্দুকেই ভোটে জিতিয়ে মন্ত্রী করেন৷ ফলে তমলুক কেন্দ্রে হয় লোকসভার উপনির্বাচন৷ সেখানে বাজিমাত দিব্যেন্দুর৷ তৃণমূলের ভোট বাড়ে ১৪-র তুলনায় ছয় শতাংশ৷

আরও পড়ুন: মদ পান করিয়ে মানুষকে বোকা বানাচ্ছেন মমতা: রূপা গঙ্গোপাধ্যায়

এবারও তমলুক জোড়াফুলের প্রার্থী দিব্যেন্দু অধিকারীই৷ প্রচারে প্রচারে ভোটের আগেই বিরোধীদের বলে বলে গোল দিচ্ছেন শাসক দলের এই প্রার্থী৷ হুড খোলা জিপে চড়ে এদিন সকালে তিনি প্রচার সারেন তমলুকের রাধামণি থেকে হাকোলা পর্যন্ত৷ তৃণমূল প্রার্থীর রোড শোকে ঘিরে রাস্তার দু’ধারে মানুষের ঢল নামে।দিব্যেন্দু জিপ থেকে হাত নাড়িয়ে তাঁদের সমর্থন আদায়ের চেষ্টা করেন।অনেকেই আবার এগিয়ে এসে তাঁর সঙ্গে হাত মেলান৷

তৃণমূলের রোড শো দেখে বোঝার উপায় নেই এই তমলুকেই রাজ করতেন ‘হলদিয়ার নায়ক’ লক্ষ্মণ৷ প্রচারেক ফাঁকেই অবশ্য বিরোধী কংগ্রেস প্রার্থীকে নিয়ে তৃণমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারীর মন্তব্য, ‘‘উনি গিরগিটি৷ উনি প্রতিদিনই রং পাল্টান। উনি নিজের বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছেন৷’’

আরও পড়ুন: ববিকে জোকার বলে কটাক্ষ মুকুলের

‘কঠিন ভোট’৷ ১৯শের লড়াই নিয়ে মন্তব্য তৃণমূল সুপ্রিমোর৷ জোড়াফুলের লড়াইয়ের ধাত্রীভূমি তমলুককে কী তাহলে এবার বাড়বে জয়ের ব্যবধান৷ আত্মবিশ্বাসী দিব্যেন্দুর স্পষ্ট উত্তর, ‘‘ব্যাপক সাড়া পাচ্ছি৷ ব্যবধান বাড়ছেই৷ তবে তা কত সেটাই চ্যালেঞ্জের৷’’ শুধুই বিজেপি বিরোধীতা, নাকি অন্য কোনও ইস্যকে সামনে রেখেও ভোটের ময়দানে প্রচারে তিনি? তৃণমূল প্রার্থী বলেন, ‘‘রাজ্য সরকার যা উন্নয়ন করেছে, সেই উন্নয়নের জোয়ারে সকলেই আমাদের পাশে থাকবেন৷ ভোট এলেই ভোটারদের কাছে নয়, সারা বছর তাদের সুখে দুখে থাকতে হয়৷’’

আরও পড়ুন: কর্পোরেট হাউস টাকা দেয় না, জনগণই আমাদের অর্থদাতা: বিমান বসু

এবার তৃণমূলের দিব্যেন্দু অধিকারীর বিরুদ্ধে সিপিএমের প্রার্থী শেখ ইব্রাহিম আলি ও বিজেপির সিদ্ধার্থনাথ নস্কর৷ তমলুকে ১৬-র উপনির্বাচনে তৃণমূল প্রার্থী জিতেছিলেন ৪ লক্ষ ৯৭ হাজার ৫২৮ ভোটের ব্যবধানে৷ লক্ষ্ম শেঠকে নিয়ে কংগ্রেসের অভ্যন্তরেই বিবাদ তুঙ্গে৷ অন্যদিকে সাংগঠনিক দিক থেকে অনেকটাই দুর্বল বামেরা৷ বিজেপি আগের তুলনায় সংগঠন মজবুত করলেও জেতার ব্যাপারে তেমন আশা যোগাতে পারেনি এখনও৷ ভোট বাজারে তাই তমলুকে অ্যাডভানটেজ রাজ্যের শাসক দলেরই৷

The post লক্ষ্মনে’র শক্তি শেল অতীত, তমলুকে প্রচারে ঢল জোড়াফুলের দিব্যেন্দু’র appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2I2FfkQ

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez