পাটনা: ফের বড় দুর্ঘটনার কবলে ট্রেন৷ রবিবার সকালে বিহারের ছাপড়া রেল ডিভিশনের কাছে লাইনচ্যুত হল তপতী-গঙ্গা এক্সপ্রেসের ১৪টি কামরা৷ এখনও অবধি মৃত্যুর খবর পাওয়া যায়নি৷ তবে ৪ জন আহত হয়েছেন বলে খবর৷ তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক৷
বিভিন্ন সর্বভারতীয় মিডিয়া জানাচ্ছে, ট্রেনটি সকাল ৯টায় ছাপড়া জাংশন থেকে ছাড়ে৷ তার দেড় ঘণ্টা বাদে দুর্ঘটনার কবলে পড়ে তপতী-গঙ্গা এক্সপ্রেস৷ রেলের পক্ষ থেকে জানান হয়েছে, গৌতমস্থান স্টেশনে কাছে লাইন থেকে সরে যায় ট্রেনটি৷ খবর পাওয়া মাত্র সেখানে ছোটেন রেলের আধিকারিকরা৷ পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও অ্যাম্বুলেন্স৷ চলছে উদ্ধারকাজ৷
ট্রেনটি গুজরাতের সুরাত থেকে বিহারের ছাপড়া পর্যন্ত যাতায়াত করে৷ এখনও অবধি দুর্ঘটনার কারণ স্পষ্ট নয়৷ গত মাসে বিহারের সাহাদাই বুজুর্গে লাইনচ্যুত হয় সীমাঞ্চল এক্সপ্রেস৷ তাতে ৬ জন প্রাণ হারান৷ সেই দিনটিও ছিল রবিবার৷
The post বিহারে লাইনচ্যুত তপতী-গঙ্গা এক্সপ্রেসের ১৪টি কামরা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2uALkNo
No comments:
Post a Comment