নয়াদিল্লি: পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে এয়ার স্ট্রাইক৷ দুনিয়াজুড়ে বারতের বায়ু সেনার প্রশংসা৷ অন্যদিকে ভারতের প্রত্যাঘাতের পরেই পাক সেনাও পালটা আগাত আনার চেষ্টা চালাচ্ছে৷ বারতীয় সীমানায় এদিন সকালেই ঢুকে পড়ে পাক যুদ্ধ বিমান F-16৷ পরে সেটিকে ধ্বংস করে ভারতীয় বাহিনী৷ কাশ্মীর থেকে উড়ান ওঠানামা বন্ধ করে দেওয়া হয়৷ কার্যত যুদ্ধের প্রাক মুহূর্ত৷ নর্থব্লকে শুরু হয়েছে উচ্চ পার্যয়ের বৈঠক৷
এই পরিস্থিতে বুধবার সকালেই স্বরাষ্ট্র মন্ত্রকে হাজির হয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল৷ ডেকে পাঠানো হয়েছে সিআরপিএফ, বিএসএফের ডিজিকে৷ জাতীয় নিরাপত্তা নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হবে বলে জানা যাচ্ছে৷ রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-ও৷
এদিন সকালে ভারতীয় সেনাবাহিনী, বায়ু ও নৌবাহিনীর সঙ্গেও বৈঠক করা হয়৷ পাক যুদ্ধ বিমান নিয়ন্ত্রণরেখার এপারে চলে আসে৷ ফেলা হয় বোমাও৷ কড়া জবাব দেয় ভারতও৷ এই পরিস্থিতিতে দেশের নিরাপত্তা কী হবে? কোন পর্যায়ে রয়েছে সীমান্তের পরিস্থিতি? তা জানতেই এই পর্যালোচনা বৈঠক৷
অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনেও চলছে উচ্চ পর্যায়ের বৈঠক৷ দেশের বর্তমান পরিস্থিতি, আন্তর্জাতি পরিষরে বিষয়টিকে কীভাবে পেশ করবে ভারত তা নিয়ে আলোচনা হতে পারে৷ এদিনই সকালে রাশিয়া ও চিনের বিদেশমন্ত্রীদের সঙ্গেও বৈঠক করেন ভারতীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷
The post Breaking- দেশে যুদ্ধের পরিস্থিতি, স্বরাষ্ট্রমন্ত্রকে বৈঠকে অজিত দোভাল appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2EiD8FY
No comments:
Post a Comment