নয়াদিল্লি: পাক যুদ্ধ বিমানকে ধ্বংস করল ভারতীয় বিমান৷ সংবাদ সংস্থা এএনআই সূত্রে এমনটাই খবর৷ পাক যুদ্ধ বিমান F-16 ছিল বলে জানা যাচ্ছে৷ নৌসেরা সেক্টরের লামবেইলীতে পাক বিমানটিকে গুলি করে নামানো হয়৷
মঙ্গলবার ভোরে এয়ারস্ট্রাইকের পরই ভারতীয় বায়ু সেনার সাফল্য বিশ্ব আঙিনায় স্বীকৃতি পায়৷ ভারতকেপাশে থাকার বার্তা দেয় আমেরিকা সহ অন্যন্য দেশ৷ আন্তর্জাতিকস্তরে কোণঠাসা হয় পাকিস্তান৷ এই পরিস্থিতিতে পালটা প্রত্যাঘাতের চেষ্টার ইসলামাবাদ৷ মঙ্গলবার সন্ধ্যা থেকেই নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধ বিরতী চুক্তি লংঘন করছে পাক বাহিনী৷ কড়া জবাব দিয়েছে বারতীয় সেনাও৷ গুঁড়িয়ে দেওয়া হয় সীমান্তের ওপারে পাঁচটি পাক সেনা ক্যাম্প৷
মরিয়া পাকিস্তান ভারতীয় কায়দায় নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে বায়ু পথে হামলার চেষ্টা চালায়৷ কিন্তু সজাগ ছিল ভারতীয় নিরাপত্তা বাহিনী৷ নৌসেরা সেক্টরের লামবেইলীতে পাক বিমানকে দেখা মাত্রই অনবরত গুলি চালাতে শুরু করে ভারতীয় বাহিনী৷ সেখানেই ভেঙে পড়ে পাক F-16 বিমান৷
পাক বিমান ধ্বংসকে ভারতীয় বাহিনীর সাফল্য বলেই মনে করা হচ্ছে৷ অন্যদিকে এই ঘটনার পরই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে ডেকে পাঠানো হয় স্বরাষ্ট্র মন্ত্রকে৷ আলোচনার জন্য ডাকা হয় সব আধাসেনা বাহিনীর ডিজিদের৷ কাশ্মীর, অমৃতসর থেকে সব উড়ান বাতিল করা হয়েছে৷ সতর্কতা জারি করা হয়েছে মুম্বইয়ে৷
The post Breaking- ফের সাফল্য, পাক যুদ্ধবিমানকে ধ্বংস করল ভারত appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2EhcXzA
No comments:
Post a Comment