Wednesday, February 27, 2019

দলনায়কের ডেরায় সিরিজ বাঁচানোর লড়াই ভারতের

বেঙ্গালুরু: শেষ বলের থ্রিলারে হারতে হয়েছে বিশাখাপত্তনমে। বেঙ্গালুরুর ম্যাচ তাই আক্ষরিক অর্থেই ‘ডু অর ডাই’ বিরাটদের কাছে। ম্যাচ হারলে ঘরের মাঠে ২০১৫-১৬ ‘র পর সীমিত ওভারের ফরম্যাটে প্রথমবারের জন্য হারতে হবে দ্বিপাক্ষিক সিরিজ। তাই বুধবার নির্ণায়ক টি-টোয়েন্টিতে ফিঞ্চবাহিনীর বিরুদ্ধে জয় ছাড়া গতি নেই মেন ইন ব্লু’র।

ওয়ান ডে সিরিজ জিতলেও চলতি মাসের শুরুতে নিউজিল্যান্ডের মাটিতেও ১-২ ব্যবধানে হারতে হয়েছিল টি-টোয়েন্টি সিরিজ। বিশ্বকাপ শুরুর আগে ফের সিরিজ হার ধাক্কা দিতে পারে মনোবলে, তাই দ্বিতীয় ম্যাচের আগে সাবধানী বিরাট। দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয় ওয়ান ডে সিরিজ শুরুর আগেও সাহায্য করবে দলের মনোবল বাড়াতে।

তবে বেঙ্গালুরু ম্যাচের আগে দলনায়ক বিরাটকে চিন্তায় রাখছে বিশাখাপত্তনমে দলের ব্যাটিং বিপর্যয়। অর্ধশতরানে ওপেনার লোকেশ রাহুলের কামব্যাকটা ভাল হলেও মিডল অর্ডারের ব্যর্থতায় ম্যাচ জয়ের জন্য বোর্ডে মাত্র ১২৬ রান তুলতে সমর্থ হয় টিম ইন্ডিয়া। শেষ বলে সেই রান তাড়া করে তিন উইকেটে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে আনে অজিরা। স্লগ ওভারে দুরন্ত বোলিংয়ের নমুনা রাখলেও শেষ ওভারে ১৪ রান দিয়ে ‘ভিলেন’ বনে যান উমেশ যাদব।

সবমিলিয়ে আইপিএলের আগে নিজের ফ্র্যাঞ্চাইজি দলের হোম গ্রাউন্ডে বাউন্সব্যাক করতে মরিয়া বিরাট কোহলি। রাহুলের ব্যাট প্রথম ম্যাচে ভরসা জুগিয়েছে ওপেনিংয়ে। সিরিজে সমতা ফেরানোর ম্যাচে তাই মিডল অর্ডার ব্যাটসম্যানদের দিকে তাকিয়ে দল। অর্ধশতরান করে দ্বিতীয় ম্যাচেও জায়গা কার্যত পাকা কর্ণাটকী ওপেনারের। প্রথম ম্যাচে শুরুতেই রান আউট হলেও মিডল অর্ডারে নিজেকে ফের প্রমাণ করার সুযোগ পাচ্ছেন পন্ত।

দ্বিতীয় ম্যাচে নিজেকে প্রমাণে মরিয়া থাকবেন ওয়ান ডে সিরিজ থেকে বাদ পরা দীনেশ কার্তিকও। তবে প্রথম ম্যাচে ‘ভিলেন’ বনে যাওয়া উমেশ যাদবকে সরিয়ে দলে অন্তর্ভুক্তি ঘটতে পারে বিজয় শংকরের। বোলিং বিভাগে সাহায্য করার পাশাপাশি ব্যাটিং অর্ডারেও নির্ভরতা আসবে বিজয়ের অন্তর্ভুক্তিতে। বরাবরই ব্যাটসম্যানদের সহায়ক চিন্নাস্বামীর বাইশ গজে প্রচুর রান ওঠে। তাই আইপিএলে ঘরের মাঠে অধিনায়কের ব্যাট থেকেও রান দেখতে চাইছে অনুরাগীরা। গত ম্যাচে মন্থর ব্যাটিং নিয়ে সমালোচনার পর ফের ধোনিকে ব্যাট হাতে কার্যকরী ভূমিকায় দেখতে মুখিয়ে অনুরাগীরা।

অন্যদিকে প্রথম ম্যাচে জয়ের ধারা বজায় রেখে সিরিজ জয় হাসিল করতে মরিয়া অজিরা। ৪৩ বলে ৫৬ রান করে গত ম্যাচের নায়ক গ্লেন ম্যাক্সওয়েলও মরিয়া তাঁর ফর্ম ধরে রাখতে। বিশ্বকাপের দলে সুযোগ পেতে এই ছন্দ ধরে রাখাটা যে জরুরি, বলছেন এই মারকুটে ব্যাটসম্যান।

The post দলনায়কের ডেরায় সিরিজ বাঁচানোর লড়াই ভারতের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2T5g4Vy

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez