নয়াদিল্লি: আইপিএল থেকে জাতীয় দলের জার্সি গায়ে উত্থান। এরপর অচিরেই হয়ে উঠেছেন বিশ্বের তাবড়-তাবড় ব্যাটসম্যানদের ত্রাস। দুয়ারে কড়া নাড়ছে বিশ্বকাপ। ক্রিকেটের মেগা ইভেন্টে কোহলির দলের বোলিং বিভাগের ব্যাটনটা থাকবে তাঁর হাতেই। তবে তার আগে দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে মহড়ায় নামবেন জাতীয় দলের ক্রিকেটাররা। সেখানে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে বিশ্বের একনম্বর বোলার জসপ্রীত বুমরাহ সম্মুখসমরে নামবেন জাতীয় দলের অধিনায়ক তথা ব্যাঙ্গালোর ফ্র্যাঞ্চাইজির তুরুপের তাস বিরাট কোহলির। অর্থাৎ লড়াইটা সেখানে বিশ্বের এক নম্বর বোলার বনাম বিশ্বের একনম্বর ব্যাটসম্যানের।
এমন অবস্থায় দিন চারেক আগে ফ্র্যাঞ্চাইজি লিগ সম্প্রচারকারী সংস্থার একটি ভিডিওতে বিরাট কোহলিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন বুম বুম বুমরাহ। বিরাটকে চিকু ভাইয়া (বিরাটের ডাকনাম) এবং টুর্নামেন্টের প্রতিপক্ষ সম্বোধন করে তাঁর উইকেট ওড়ানোর চ্যালেঞ্জটা ছুঁড়ে দিয়েছিলেন ডেথ ওভার স্পেশালিস্ট। এবার বুমরাহর সেই চ্যালেঞ্জের পালটা দিলেন রানমেশিন কোহলি।
পালটা একটি প্রোমোশনাল ভিডিওতে বুমরাহর সেই চ্যালেঞ্জ শুধু সাদরে গ্রহন করাই নয়। পাশাপাশি বুমরাহর স্লেজিংকে বাহবা দিয়ে কোহলি জানালেন, ‘স্লেজিংটা শেষমেষ শিখেই গেলে তুমি।’ তবে একইসঙ্গে বুমরাহকে সতর্কবার্তাও দিয়ে রাখলেন কোহলি। বুমরাহকে সাফ জানিয়ে দিলেন, ‘চিকু ভাইয়ার থেকে কোন সাহায্য প্রত্যাশা করলে ভুল করবে।’ অর্থাৎ জাতীয় দলের জার্সিতে যতই তরুণ সহযোদ্ধা হও, আইপিএলে তাঁর উইকেট তুলে নিতে যে তোমায় বেগ পেতে হবে বুমরাহকে সেটা হাবেভাবে বুঝিয়ে দিলেন কোহলি।
???????????????? – how did you react to the King's response? ????
It's #GameOn in the VIVO @IPL and we are in for a treat when @imVkohli & @Jaspritbumrah93 face off! Watch it all LIVE, March 23 onwards on Star Sports. #VIVOIPL pic.twitter.com/pJsjjMHGai
— Star Sports (@StarSportsIndia) February 27, 2019
ক্রিকেটের ভরা মরশুমে আইপিএল যে আলাদা উন্মাদনা বয়ে আনে ক্রিকেট অনুরাগীদের মনে। টুর্নামেন্টের এমন প্রোমোশনাল ভিডিও এবার সেই উন্মাদনা যে বাড়িয়ে দিয়েছে আরও কয়েকগুণ, তা আর বলার অপেক্ষা রাখে না। বুমরাহ-বিরাটের এই চ্যালেঞ্জ-পালটা চ্যালেঞ্জ ইতিমধ্যেই নজর কেড়েছে নেটিজেনদের। তবে ব্যাট বা বল হাতে আইপিএলে লড়াইটা কে জেতেন, তাঁর জন্য অপেক্ষা আর কয়েকটা দিনের।
উল্লেখ্য ২০১৩ সালে আইপিএলের অভিষেক ম্যাচে কোহলিই ছিল বুমরাহের প্রথম শিকার৷ সেদিন বুমরাহের বোলিং বুঝতে ভুল করে ২৪ রানে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফেরেন বিরাট৷ ম্যাচে ৩২ রান খরচ করে ৩ উইকেট পেয়েছিলেন বুমরাহ৷ কোহলি ছাড়াও বুমরাহের শিকারের তালিকায় ছিলেন মায়াঙ্ক আগারওয়াল ও করুন নায়ার৷
The post বুমরাহর চ্যালেঞ্জের পালটা দিলেন কোহলি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2NyhbXT
No comments:
Post a Comment