নয়াদিল্লি: আর কিছুক্ষণের মধ্যেই তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সিতারমন৷ সন্ধ্যায় রয়েছে ক্যাবিনেট বৈঠক৷ উত্তপ্ত ভারত পাকিস্তান সীমান্ত৷ এই পরিস্থিতিতে দেশের নিরাপত্তা কী অবস্থায় রয়েছে তা পর্যালোচনা করতেই এই বৈঠক বলে জানা যাচ্ছে৷
সীমান্ত পার করে ভারতের আকাশে ঢুকে পড়েছিল পাক বিমান একাধিক জায়গায় বোমাও ফেলেছে সেইসব বিমান। অন্যদিকে, পাকিস্তানের হেফাজতে রয়েছেন বায়ুসেনার পাইলট অভিনন্দন।
এই পরিস্থিতিতে ফের একবার সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সন্ধেয় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে সূত্রের খবর। এই নির্দেশ পাওয়া পর এদিন সকাল থেকে কী অবস্থা সীমান্তের৷ তা পর্যালোচনা করতেই নির্মলা সিতারমন এদিন কথা বলবেন বলে জানা গিয়েছে৷
অন্যদিকে, এদিন সন্ধ্যা সাতটায় ক্যাবিনেট বৈঠক করবেন প্রধানমন্ত্রী৷ সেখান থেকে প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে দেশের নিরাপত্তার তিন বাহিনীর বৈঠকে কী উঠে এল তা নিয়ে আলোচনা হতে পারে৷ এছাড়াও আলোচনায় উঠে আসতে পারে, আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে ভারতের অবস্থান নিয়েও৷ তারপর প্রধানমন্ত্রীর তরফে কি পদক্ষেপ নেওয়া হয় সেদিকেই নজর গোটা দেশের৷
The post নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনায় তিন বাহিনীর সঙ্গে বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Ei3hoH
No comments:
Post a Comment